সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘বঙ্গবন্ধু’ ছবির গান লিখছেন জাভেদ আখতার

শোবিজ প্রতিবেদক

‘বঙ্গবন্ধু’ ছবির গান লিখছেন জাভেদ আখতার

২১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে শুটিং শুরু হলো বহুল কাক্সিক্ষত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। এদিন মহরত অনুষ্ঠানে শিল্পী-কুশলীদের পাশে উপস্থিত ছিলেন বলিউডের নামজাদা সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বিশেষ এই চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন শান্তনু। এদিকে ছবির মহরত, শুটিং, শিল্পী, কুশলী আর সংগীত পরিচালকের নাম নিশ্চিত হওয়ার পর শনিবার মধ্যরাতে নতুন আভাস দিলেন আরিফিন শুভ। এদিন রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন ভারতের কিংবদন্তি গীতিকবি জাভেদ আখতারের সঙ্গে একটি ছবি। বলিউডের এই কবির প্রতি শুভ তাঁর মুগ্ধতার কথা বিস্তারিত জানালেন। কৃতজ্ঞতা প্রকাশ করে জাভেদ আখতারের প্রতি বললেন, ‘আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতটা আবেগের, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই জাদুকরী সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।’ ধারণা করা যায়, শনিবার সন্ধ্যায় শ্যাম বেনেগালের নেতৃত্বে জাভেদ আখতারের বাসায় দারুণ এক সন্ধ্যা কাটিয়েছে টিম ‘বঙ্গবন্ধু’। ছবিটির গান লেখার সূত্র ধরেই এই সন্ধ্যাটি, এটি অনেকেই ভাবছে। আর শুভ তো জাভেদ আখতারের লেখায় বুঁদ হয়ে আছেন ‘শোলে’ থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পর্যন্ত। ‘বঙ্গবন্ধু’র শুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি। ফলে মুম্বাইয়ের করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া সত্ত্বেও ২১ জানুয়ারি সেখানকার একটি স্টুডিওতে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের মহরত অনুষ্ঠান সেরে ফেললেন। এদিকে বাংলাদেশ থেকে কিছু শিল্পী এখন মুম্বাইয়ে অবস্থান করছেন।

সর্বশেষ খবর