বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দীঘির স্বপ্ন পূরণ

শোবিজ প্রতিবেদক

দীঘির স্বপ্ন পূরণ

বঙ্গবন্ধুর স্ত্রী রেণুর ভূমিকায় অভিনয় করছেন দীঘি।

এতে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। দীঘির কথায় ভারতের চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল নির্মিতব্য বঙ্গবন্ধুর বায়োপিক ‘বঙ্গবন্ধু’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শুটিংয়ে অংশ নেওয়াটাই ছিল তাঁর বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি এখন খুব খুশি। দীঘি জানান, চরিত্রটি ছিল তাঁর জন্য চ্যালেঞ্জিং। দীর্ঘদিন ধরে তিনি প্রস্তুতি নিয়েছেন। শুটিংয়ে প্রথম থেকেই খুব নার্ভাস ছিলেন তিনি। নির্মাতা চরিত্রটি ভালো করে বুঝিয়ে দিলে ভয় কাটতে থাকে তাঁর। তারপরও কিছুটা ভয় নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। দীঘি বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করে মনে হয়েছে, আমার আর কোনো অপ্রাপ্তি নেই। সারা জীবন আর যদি অভিনয় নাও করি, তাহলেও আমার আর কোনো আক্ষেপ বা দুঃখ নেই। কাজটি করে আমি কোনো বড় তারকা হতে পারব কিনা জানি না, কিন্তু ইতিহাসের অংশ হতে পেরেছি, এটাই আমার কাছে সেরা পাওয়া। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই ক্যারিয়ারে সেরা উপহার।’ গত ২২ জানুয়ারি ভারতে উড়াল দিয়েছিলেন দীঘি। অংশ নিয়েছিলেন মুম্বাইয়ে ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে। ১০ দিনের শুটিংয়ের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে। ২ ফেব্রুয়ারি দেশে ফেরেন। আগামী মার্চে শেষ লটের  শুটিংয়ে ফের যোগ দেবেন দীঘি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর