বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অনন্য প্রতিভায় শানু ও আইরিন

শোবিজ প্রতিবেদক

অনন্য প্রতিভায় শানু ও আইরিন

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশে প্রথম মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা’র অডিশন রাউন্ড। এটি এনটিভিতে সম্প্রচার হবে। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ অডিশন রাউন্ড চলবে ১ মার্চ পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে। এই বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানটির প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র। এদিকে এই রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত ছিলেন মেহের আফরোজ শাওন,  সালাউদ্দিন লাভলু এবং হৃদয় খান। এবার অডিশন রাউন্ডের বিচারক হলেন চিত্রনায়িকা আইরিন সুলতানা, শানারেই দেবী শানু ও কণ্ঠশিল্পী পুলক অধিকারী। এটির উপস্থাপনায় থাকবেন ইভান সাইর ও আলিশা। কোরিওগ্রাফার হিসেবে থাকবেন আসাদ খান। প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র জানান, ‘টিভিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দর্শকদের উপহার দিতে হয়। ভিন্নতা আনা গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করি আমার অনুষ্ঠান যেন অন্য সবার চেয়ে কিছুটা আলাদা হয়। এই শোটিও তেমনি ব্যতিক্রম বলা যায়। আমরা সব বিভাগীয় শহরে অডিশন নেব। অডিশন যাত্রা হবে চারটি ভাগে সব বিভাগীয় শহরে। প্রথম যাত্রা শুরু ৬ ফেব্রুয়ারি ঢাকা টু চট্টগ্রাম দিয়ে। এটিতে নাচ, গান, আবৃত্তি, মার্শাল আর্ট, এক্রোবেট, চিত্রশিল্প, র‌্যাপ- যে কোনো বিষয়ের ওপর প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন প্রতিযোগীরা।’ জিপিএইচ ইস্পাত নিবেদিত ‘অনন্য প্রতিভা’র প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রতিদিন।

 

সর্বশেষ খবর