শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সুরস্রষ্টা প্রণব ঘোষ স্মরণে পড়শী

শোবিজ প্রতিবেদক

সুরস্রষ্টা প্রণব ঘোষ স্মরণে পড়শী

নব্বই দশকের আধুনিক বাংলা গান রীতিমতো একাই শাসন করেছেন প্রণব ঘোষ। এই মেলোডি কিং, অডিওতে কম হলেও প্লে-ব্যাকে নিয়মিত কণ্ঠ দিতেন তিনি। ৩ ফেব্রুয়ারি ছিল এই সুরস্রষ্টার জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে যশোর শহরের মাইকপট্টি সংলগ্ন বাগমারা পাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ২০০৭ সালের ১৬ আগস্ট মাত্র ৫৭ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। নন্দিত ক্ষণজন্মা প্রণব ঘোষ স্মরণে তারই সুর করা একটি জনপ্রিয় গান নতুন করে গাইলেন এই প্রজন্মের পড়শী। কবির বকুলের লেখা ‘অন্তরে আছ তুমি আমার’ শিরোনামের এই গানটি নব্বই দশকে কণ্ঠে তুলে দারুণ জনপ্রিয়তা পান শুভ্রদেব ও ডলি সায়ন্তনী। সে গানটিই এবার এককভাবে কণ্ঠে তুলেছেন পড়শী। যা প্রকাশ পেল ৩ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৬টায়, তাঁরই ইউটিউব চ্যানেলে। পড়শী জানান, প্রণব ঘোষ স্মরণে এই গানটি নতুন করে কণ্ঠে তোলার পরিকল্পনা তাঁর অনেক দিনের। গত সপ্তাহে গানটি গাওয়ার জন্য অনুমতি নিতে যান প্রণব ঘোষের স্ত্রী ও কন্যার কাছে। তারা হাসিমুখে গানটি গাওয়ার অনুমতি দেন। সম্মতি নিয়েছেন গীতিকবি কবির বকুলের কাছ থেকেও। পড়শীর ভাষায়, ‘আমার দুর্ভাগ্য তাঁর (প্রণব ঘোষ) মতো সুরকারের সুরে গাইতে পারিনি। আমি অনেক দিন ধরেই এই গানটি গাওয়ার পরিকল্পনা করছিলাম। অবশেষে এই জন্মদিনকে সামনে রেখে করে ফেললাম। জানি না কতটা গাইতে পেরেছি। তবে আমার এই গাওয়ার পেছনে অন্যতম কারণ এই সুরস্রষ্টাকে স্মরণ করা। আর কিছু নয়।’ গানটির কথা-সুর ঠিক রেখে নতুন সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। আর পড়শীকে মডেল করে ভিডিওটি নির্মাণ করেছেন আবিদ হাসান।

সর্বশেষ খবর