শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মওলানা ভাসানীর চরিত্রে আসাদ

শোবিজ প্রতিবেদক


মওলানা ভাসানীর চরিত্রে আসাদ

রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও জীবন্ত কিংবদন্তি অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। দেশ স্বাধীনে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে অনন্য ভূমিকা এবং একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদ ‘একুশে পদক’-এ ভূষিত হচ্ছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে রাইসুল ইসলাম আসাদ বলেন, ‘নিঃসন্দেহে ভীষণ ভীষণ ভালো লাগছে। কারণ রাষ্ট্রীয় স্বীকৃতি, এটা বিশাল ব্যাপার। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি, তাতে আমার এবং আমার পরিবারে আনন্দ বইছে ঠিকই; কিন্তু এই পুরস্কার সরাসরি প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে পারব কি না, সে শঙ্কাই এখন মনে কাজ করছে। কারণ সেই সময় আমাকে মুম্বাই থাকতে হতে পারে। তবে যাই হোক না কেন, একুশে পদকপ্রাপ্তিতে আমি সত্যিই ভীষণ খুশি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’ রাইসুল ইসলাম আসাদ জানান, শ্যাম বানেগাল পরিচালিত বঙ্গবন্ধুকে নিয়ে নির্মাণ চলতি বায়োপিকে মওলানা ভাসানীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে তিনি কিছু দিন আগে মুম্বাই গিয়েছিলেন এই সিনেমার শুটিংয়ের জন্য। আবারও তিনি আগামী ১৪ ফেব্রুয়ারি মুম্বাই যাবেন।

‘একুশে পদক’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করতে পারবেন কি না তা নিয়ে একটু চিন্তায় আছেন তিনি। কারণ তাঁকে বায়োপিকের শুটিংয়ে মুম্বাই থাকতে হতে পারে। রাইসুল ইসলাম আসাদের স্ত্রী তাহিরা দিল আফরোজ এবং একমাত্র কন্যা ডা. রুবায়না জামান থাকেন আমেরিকায়। দেশ স্বাধীনের পর মূলত ১৯৭২ সালে মঞ্চে ও টেলিভিশনে আসাদের অভিনয়ে যাত্রা শুরু হয়। ১৯৭৩ সালে খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিনয়ে তাঁর সম্পৃক্ততা ঘটে।

সর্বশেষ খবর