শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মালাইকার দামি লেহেঙ্গা

শোবিজ ডেস্ক

মালাইকার দামি লেহেঙ্গা

ফিটনেসের জন্য বিখ্যাত মডেল ও বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। সম্প্রতি দেশি লুকে তিনি অন্তর্জালে আগুন ছড়িয়েছেন। পর্দায় যেমন নেচে মাতান, তেমনই এবারের লুকে রয়েছে ড্যান্সিং মুড। ফটোলুকের ম্যাজিক অবশ্য গৌরব গুপ্তের। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের খবর, সাম্প্রতিক ফটোশুটে মালাইকা অরোরাকে ব্ল্যাক ও সিলভার পার্ল লেহেঙ্গায় দেখা যাচ্ছে। লেহেঙ্গার সঙ্গে ভারি এমব্রয়ডারি করা স্লিভলেস ব্লাউজ সেই দৃষ্টিনন্দন লুককে পূর্ণতা দিয়েছে। সঙ্গে ছিল ওড়নার বিশেষ ঝলক। এবার পুরো সজ্জার মূল্যে আসা যাক। মালাইকাকে সাজিয়েছেন মানেকা হরসিংহানি। আর পোশাকের দাম কত জানেন? হ্যাঁ, এর জন্য গুনতে হয়েছে ২ লাখ ২৫ হাজার রুপি। মালাইকা অরোরা মডেল হিসেবে ব্যাপক পরিচিত। এ ছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়ণে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। শরীরচর্চার জন্য তিনি বহু তরুণ-তরুণীর আদর্শ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর