শিরোনাম
শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিম ও আমানের পরী

শোবিজ প্রতিবেদক

মিম ও আমানের পরী

তরুণ নির্মাতা রাশেদ শামীম স্যাম নির্মাণ করছেন শিশুতোষ চলচ্চিত্র ‘পরী’। ৮ ফেব্রুয়ারি সাভারের বিরুলিয়ায় তিনি ছবিটির দৃশ্যধারণ সমাপ্ত করেছেন। শেষ দিনের শুটিংয়ে অংশগ্রহণ করেন মডেল-অভিনেত্রী মিম মানতাসা এবং চিত্রনায়ক আমান রেজা। এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। শামীম স্যাম ছবিটি প্রসঙ্গে বলেন, ‘পরী’ আমার স্বপ্নের প্রজেক্ট। আমাদের দেশে শিশুদের জন্য কাজ করা হয় না বললেই চলে। আমি তাদের জন্য এমন কিছু করতে চেয়েছি যা বড়দেরও ভালো লাগবে। ‘পরী’ চরিত্রে অভিনয় করেছেন নবাগত নওরীন। এ শিশুতোষ চলচ্চিত্রে বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী, মিম মানতাসা, আমান রেজা, লারা লোটাস, দিলারা জামান, মোমেনা চৌধুরী, আবু হোরায়রা তানভীর, নাহিদ সুলতানা লেমন প্রমুখ। মিম মানতাসা এ ছবিতে কাজ প্রসঙ্গে জানান, আমি ছবির মূল চরিত্র ‘পরী’র বড়বেলার চরিত্রে অভিনয় করেছি। স্বল্প সময়ের জন্য হলেও কাজটি করে ভালো লেগেছে। শুটিংয়ে আমরা বেশ মজা করেছি। শিশুদের নিয়ে নির্মিত ছবির অংশ হতে পেরে ভালো লাগছে। আমান রেজা বলেন, এর আগে আমি ভারতের স্বস্তিকা মুখার্জির সঙ্গে একটি শিশুতোষ ছবিতে কাজ করেছি। বাংলাদেশে এটিই প্রথম শিশুতোষ চলচ্চিত্রের কাজ। আমি বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছি। স্যাম একজন প্রতিভাবান নির্মাতা। তাঁর সঙ্গে কাজ করে আরাম পেয়েছি। আশা করি দর্শকের ছবিটি ভালো লাগবে। জানা গেছে, ছবির মূল ভাবনা নির্মাতা স্যামের। সুমন মজুমদারের রচনায় ছবিটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা স্বয়ং। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে চলতি বছর ছবিটি মুক্তি দেওয়া হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর