শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মান্নান হীরা স্মরণ উৎসব

শোবিজ প্রতিবেদক

আজ শুরু হচ্ছে মান্নান হীরা স্মরণ উৎসব। সদ্য প্রয়াত মান্নান হীরার সৃষ্টি ও কর্ম স্মরণ করে আরণ্যক নাট্যদল আজ ও আগামীকাল রাজধানীর জাতীয় নাট্যশালায় এই স্মরণ উৎসবের আয়োজন করেছে। উৎসবে মান্নান হীরা রচিত দর্শকনন্দিত মঞ্চনাটক ‘ময়ূর সিংহাসন’ ও পাঁচটি পথনাটকের মঞ্চায়ন হবে। উৎসবে মান্নান হীরার নাটক নিয়ে একটি সেমিনারেরও আয়োজন রয়েছে। আজ সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার চিলেকোঠায় উৎসব উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান ও নাসিরউদ্দিন ইউসুফ।

এরপর বেলা ১১টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে মান্নান হীরার নাটক নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন ড. রতন সিদ্দিকী। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হবে মান্নান হীরা রচিত নাটক ‘ময়ূর সিংহাসন’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর