শিরোনাম
শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
মনে পড়ে সেই

‘কানকাটা রমজানকে?

শোবিজ প্রতিবেদক

‘কানকাটা রমজানকে?

এক সময় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত ‘সংশপ্তক’ নাটকে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন তিনি। যে কি না সেই নাটকে নষ্টা ও সমাজচ্যুত হুরমতি চরিত্রের ফেরদৌসী মজুমদারের হাতে নাজেহাল হয়ে কান বিসর্জন দিয়েছিলেন! তবে অকল্পনীয় ধুরন্ধর সেই কানকাটা রমজান কিন্তু কূটবুদ্ধি করে শেষ পর্যন্ত বাকুলিয়া গ্রামের মিয়ার ব্যাটাকে সরিয়ে নিজেই এক সময় জমিদার বনে যায় এবং ছেচলি শের ভয়াবহ দাঙ্গার সুযোগ নিয়ে হিন্দুদের ঘরবাড়ি দখল করে নেয়। দেশের মঞ্চ, টিভিনাটক কিংবা চলচ্চিত্র ইতিহাসে চিরভাস্বর এবং অবিসংবাদিত অভিনেতা হুমায়ুন ফরীদি। আজ ১৩ ফেব্রুয়ারি এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুদিন। অসামান্য মেধাবী এই জাঁদরেল অভিনেতার এই দেশে জন্মটাই ছিল সব মেধা উজাড় করে দেওয়ার; প্রাপ্তিটা আপাতত ধোঁয়াশাই থাক। ১৯৯৪ সালের দিকে প্যাকেজ নাটক আসার আগে বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটকগুলোকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা যেতে পারে। ১৯৮৫ থেকে ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদ যুগ আর ১৯৬৪ থেকে ১৯৮৫ সালকে হুমায়ূন-পূর্ব যুগ। ১৯৮৫ সালে ‘এইসব দিনরাত্রী’ ধারাবাহিক দিয়ে হুমায়ূন আহমেদ টিভি নাটকের ইতিহাস নতুন করে লেখার আগে অনেক ধারাবাহিকই প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল। যেমন- সকাল সন্ধ্যা, ভাঙনের শব্দ শুনি, আমি তুমি সে ইত্যাদি। কিন্তু এইসব দিনরাত্রির পর এক যুগেরও বেশি সময় হুমায়ূন একাই টিভি নাটকের জনপ্রিয়তার সিংহাসন দখল করেছিলেন। হুমায়ূন আহমেদের এই একচেটিয়া রাজত্বে একটি নাটকই কিছুটা ভাগ বসাতে পেরেছিল। আর সেটা হলো শহীদুল্লাহ কায়সারের বহুল আলোচিত নাটক ‘সংশপ্তক’। যেখানে হুমায়ুন ফরীদি অভিনয় করেছিলেন বিখ্যাত সেই ‘কানকাটা রমজান’ চরিত্রে। তবে সংশপ্তক নাটক প্রচারের অনেক আগে থেকেই হুমায়ুন ফরীদি মঞ্চ এবং টিভি নাটকের শীর্ষস্থানীয় অভিনেতা ছিলেন। এই নাটকটিকে তাঁর শ্রেষ্ঠ কাজও বলা যায় না। তবুও বাংলাদেশ টেলিভিশনের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হিসেবে বেশির ভাগ মানুষই  বোধহয় ‘কানকাটা রমজান’কেই পছন্দ করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর