রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভালোবাসা দিবসের নাটক

ভালোবাসা দিবসের নাটক

এ বছর ভ্যালেন্টাইন দিবসকে ঘিরে অসংখ্য নাটক নির্মিত হয়েছে। এই দিবসের কিছু নাটক নিয়ে প্রতিবেদন-

ভালোবাসা দিবস এলেই নানা আয়োজনে রঙিন হয়ে ওঠে টিভি পর্দা, ডিজিটাল প্ল্যাটফরম। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের ভ্যালেন্টাইন দিবসে সবচেয়ে বেশি নাটকে জুটি গড়ে কাজ করেছেন নিশো-মেহজাবিন, এরপর অপূর্ব-সাবিলা ও অপূর্ব-মেহজাবিন। এবারের ভালোবাসা দিবসে ১৪টির বেশি নাটকে অভিনয় করেছেন আরফান নিশো। যার মধ্যে ১২টি নাটকে নিশোর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, ১টিতে তানজিন তিশা আর একটিতে সাবিলা নূর। নিশো-মেহজাবিন জুটির নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-নামকরণ (সঞ্জয় সমদ্দার), কাজলরেখা (মিজানুর রহমান আরিয়ান), গোলমরিচ (রুবেল হাসান), মেরুন, সিদ্ধান্ত ও আনএক্সপেক্টেড মোমেন্ট (মাহমুদুর রহমান হিমি), মজনু ও ভুলজন্ম (ভিকি জাহেদ), লতা অডিও (কাজল আরেফিন অমি), ‘নৈব নৈব চ’ (রাফাত মজুমদার রিংকু), ‘বিলোপ’ (মারুফ হোসেন সজীব), ‘ভুলতে পারিনা’ (মাসুম শাহরিয়ার), ‘আবার ভালোবাসার সাধ জাগে’ (তুহিন হোসেন) প্রভৃতি।

অপূর্ব-মেহজাবিন জুটি হয়ে করেছেন- আয় ফিরে আয় (এস আর মজুমদার), মধুসিং ও বান্টি বানু (মহিদুল মহিম), ‘লাভ বাই মিসটেক’ (রুবেল হাসান) প্রভৃতি। এদিকে নতুন করে অপূর্ব জুটি গড়ে সাবিলা নূরের সঙ্গে করেছেন কাভার পেজ (সঞ্জয় সমদ্দার), টিপু সুলতানা (মহিদুল মহিম), ভুলবশত (মাহমুদুর রহমান হিমি), মেডেল (নাজমুল)। এ ছাড়াও তাহসান জুটি গড়ে সাবিলার সঙ্গে মুরসালিন শুভর ‘শার্লক হোমস ইন লাভ’, তাসনিয়া ফারিণের সঙ্গে শিহাব শাহিনের কমলা রঙের রোদ ও নাইন্টি ডেইজ (রুবেল হাসান), নুসরাত ইমরোজ তিশার সঙ্গে মাবরুর রশীদ বান্নাহর হাফ হানিমুন ও মেহজাবিনের সঙ্গে ‘পান-সুপারি’ (রুবেল হাসান) করেছেন। এদিকে জোভান জুটি গড়ে করেছেন সাবিলার সঙ্গে ‘বিকেল বেলার ছাদ’ (পনির খান), তাসনিয়া ফারিণের সঙ্গে ‘রোমিও জুলিয়েট’ (মোস্তফা কামাল রাজ), শবনম ফারিয়ার ডিয়ার লাভ (রাহাত মাহমুদ), সারিকার ‘ভালো-বাসা (আনিসুর রহমান রাজিব), তানজিন তিশার ‘পালাই পালাই (ওসমান মিরাজ), নতুন গল্পের প্লট (সাগর জাহান) ও পি এস আই লাভ ইউ (আসিফ ইকবাল জুয়েল) এবং কেয়া পায়েলের সঙ্গে ‘সুইট সিক্সটিন’ (মাহমুদ মাহিন)। তৌসিফ-সাফা জুটি হয়ে করেছেন চিরকাল (মিজানুর রহমান আরিয়ান) এবং তাসনিয়া ফারিণ-ইরফান সাজ্জাদ ‘তোমার কাছাকাছি’ (সেতু আরিফ)। এ ছাড়াও সাফা কবির জুটি হয়ে মোশাররফ করিমের সঙ্গে করেছেন চারুলতা (মো. তৌফিকুল ইসলাম) এবং তাসনুভা তিশা-শ্যামল মাওলা জুটি রেশ (মিজানুর রহমান আরিয়ান। গন্ডির বাইরে এসে প্রভা, সারিকা, কেয়া পায়েল, মৌসুমী হামিদ, নাদিয়া মিম, সালহা খানম নাদিয়াদের সঙ্গে কাজ করে চলেছেন আবদুন নূর সজল। অন্যদিকে জোভান-মেহজাবিন ‘বেস্ট ফ্রেন্ড ৩’ (প্রবীর রায় চৌধুরী), মেহজাবিন-ইরফান সাজ্জাদ ‘রেড বেল রেড’ (রুবেল হাসান), তানজিন তিশা-ইরফান সাজ্জাদ ‘তোমায় ভালোবাসি’ (রাহাত মাহমুদ) এবং তানজিন তিশা-তাহসান ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ (রিফাত মজুমদার রিংকু) অভিনয় করেছেন। এদিকে এবারও ক্লোজআপ ‘কাছে আসার গল্প’ শিরোনামে তিনটি নাটক নির্মিত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর