সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ক্যাপিটাল এফএম-এর নতুন উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

ক্যাপিটাল এফএম-এর নতুন উদ্যোগ

ভয়েস অব ক্যাপিটালের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিইও নঈম নিজামের সঙ্গে উপস্থিত শিল্পীরা

দেশ ও মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়া বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান ক্যাপিটাল এফএম শ্রোতাদের জন্য প্রতি মুহূর্তে নতুনভাবে উপস্থিত হয় নানা আয়োজনে। তারই ধারাবাহিকতায় ক্যাপিটাল এফএম নিজেদের অনুষ্ঠানমালায় যোগ করতে যাচ্ছে নতুন আয়োজন ‘ভয়েস অব ক্যাপিটাল’। অনুষ্ঠানটির প্রযোজক রফিকুল ইসলাম ফরহাদ বলেন, Where the Music Goes ON স্লোগান নিয়ে শুরু করছে প্রতিভাবান শিল্পীদের জন্য ‘ভয়েস অব ক্যাপিটাল’। যাঁদের নিজের কণ্ঠে মৌলিক গান, নিজের সুরে অথবা কম্পোজ করা কিন্তু প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না তাঁদের প্রতিভাকে মানুষের কাছে তুলে ধরে তাঁদের জন্য ক্যারিয়ারের নতুন পথ উন্মোচন করাই ভয়েস অব ক্যাপিটালের উদ্দেশ্য।

ভালোবাসা দিবসে ভালোবাসা নিয়ে শুরু করেছে ‘ভয়েস অব ক্যাপিটাল’। অনুষ্ঠানটির শুভ সূচনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটাল এফএমের সিইও নঈম নিজাম। এ সময় আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হায়দার হোসেন। এ প্রসঙ্গে নঈম নিজাম বলেন, ‘ভয়েস অব ক্যাপিটালের নতুন শিল্পীরাই আগামীতে বাংলাদেশের সংগীতাঙ্গনে সর্বোচ্চ অবস্থান তৈরি করবে। অল্প সময়ে ক্যাপিটাল এফএম ৯৪.৮-এর মাধ্যমে দেশের সব প্রান্তে পৌঁছে যাবে আজকের এই শিল্পীদের গান। সামনে এ শিল্পীদের নিয়ে আরও নতুন কিছু পরিকল্পনা আছে। ক্যাপিটাল এফএম এবং ভয়েস অব ক্যাপিটালে অংশগ্রহণকারীদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।  ভিওসি শিল্পীদের পারফরম্যান্স, আনুষ্ঠানিক কেক কাটা, সাক্ষাৎকার, টেলিভিশন লাইভ, ফটোসেশনের মাধ্যমে চমৎকার এই আয়োজনের সমাপ্তি হয়।

সর্বশেষ খবর