সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রয়াণের এক বছর

শোবিজ প্রতিবেদক

প্রয়াণের এক বছর

ঢাকাই চলচ্চিত্রের মুভি মোগলখ্যাত প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খানের প্রয়াণের এক বছর পূর্ণ হলো আজ। জীবনঘনিষ্ঠ ৪৩টি চলচ্চিত্র প্রযোজনা করে ‘মুভি মোগল’ খ্যাতি পান তিনি। আলমগীর পিকচার্সের ব্যানারে নয়নমণি, কি যে করি, সীমানা পেরিয়ে, চন্দ্রনাথ ও শুভদার মতো কালজয়ী চলচ্চিত্র প্রযোজনা করেছেন। নয়নমণি দুই বিভাগে, কি যে করি এক বিভাগে, সীমানা পেরিয়ে চার বিভাগে, চন্দ্রনাথ চার বিভাগে ও শুভদা ১৩ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। ১৯৭৮ সালে প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী তাঁকে ‘মুভি মোগল’ উপাধি দেন। চলচ্চিত্র ছাড়াও তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। গ্রামের বাড়ি চাঁদপুরে স্কুল, মসজিদ, মাদরাসা, মক্তব প্রতিষ্ঠা এবং ঢাকার মুগদাপাড়া বাজারে তাঁর পিতা সিকান্দর খানের প্রতিষ্ঠিত জামে মসজিদটির পুনর্নির্মাণও করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো- পিপলস ও স্ট্যান্ডার্ড সিরামিক, স্কেন ও হাইডেলবার্গ সিমেন্ট, ডেল্টা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, খাতুন নেভিগেশন, আলমগীর ট্রেডার্স ও আলমগীর পিকচার্স। এসব প্রতিষ্ঠান তিনি তাঁর কর্মময় সহধর্মিণী বেগম বদরুন নাহার খানের উৎসাহে প্রতিষ্ঠা করেন। বর্তমানে বেগম বদরুন নাহারই এসব প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আজ তাঁর স্মরণে মুগদায় তাঁর পিতার প্রতিষ্ঠিত মসজিদে বাদজোহর ও গুলশানের সেন্ট্রাল জামে মসজিদে (সাবেক ভোলা মসজিদ) বাদমাগরিব মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। তাঁর কন্যা ডা. জাহানারা ফেরদৌস ঝুমু এবং পুত্র এ কে এম আলমগীর ও এ কে এম ইমরান খান সবাইকে বাবার দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। মুগদা মসজিদ সংলগ্ন কবরস্থানে মা-বাবার কবরের মাঝেই চিরনিদ্রায় শায়িত আছেন মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান। গত বছরের এই দিনে ৮০ বছর বয়সে না  ফেরার দেশে চলে যান এই ক্ষণজন্মা ব্যক্তিত্ব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর