বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’

শোবিজ প্রতিবেদক

গাজী মাজহারুল আনোয়ারের ‘অল্প কথার গল্প গান’

প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তিনি দীর্ঘ ৬০ বছর ধরে বেতার, চলচ্চিত্র, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ২০ হাজার গান রচনা করেছেন। তাঁর সৃষ্ট কালজয়ী গানগুলো ধারাবাহিকতভাবে লিখিত আকারে প্রকাশ করার লক্ষ্যে পারিবারিকভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই প্রথম প্রয়াসের অংশ হিসেবে ‘ভাষাচিত্র প্রকাশনী’র প্রকাশনায় আগামী ২২ ফেব্রুয়ারি গুলশান ক্লাবের লামডা হলে, সন্ধ্যা সাড়ে ৬টায় ‘অল্প কথার গল্প গান’ গ্রন্থের প্রথম প্রকাশনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশবরেণ্য গীতিকবি, সংগীত পরিচালক, সংগীতশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন কলাকুশলী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এই গীতিকারের সন্তান উপল ও দিঠি।

সর্বশেষ খবর