সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সামিনা চৌধুরীর ‘রক্ত জরিমানা’

শোবিজ প্রতিবেদক

সামিনা চৌধুরীর ‘রক্ত জরিমানা’

‘রক্ত জরিমানা’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে গানটি তৈরি হয়েছে। এরই মধ্যে গানের একটি ভিডিও তৈরি হয়েছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও শহীদ মিনার এলাকায় গানের ভিডিওর শুটিং হয়েছে বলে জানালেন শিল্পী। ‘রক্ত জরিমানা’ গানের কথা লিখেছেন রাজুব ভৌমিক আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাসার পঙ্কজ। সামিনা চৌধুরী বলেন, ‘আমরা যেসব গান গাই, একেকটা গানের লেখার ধরন একেক রকম। সুরও অন্য রকম। এ গানে ভাষা আন্দোলনের একটি চমৎকার গল্প তুলে আনা হয়েছে। গানটি অনেকটা ওই সময়ের স্মৃতিচারণার মতো। আমার কাছে সুরটা মনে ধরেছে। খুবই মেলোডিয়াস। কথাও ভালো লেগেছে। গেয়েও তৃপ্ত হয়েছি। অনেক দিন পর ভাষা দিবসের সুন্দর একটি গানের অংশ হলাম।’

সর্বশেষ খবর