বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

নেটফ্লিক্সে এশিয়ান ছবি

নেটফ্লিক্সে এশিয়ান ছবি

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম নেটফ্লিক্স। সারা বিশ্বেই মানুষ এখন বিনোদনের অন্যান্য প্ল্যাটফরম ছেড়ে এতে প্রবেশ করছে। ফলে প্রতিনিয়ত এর গ্রাহক সংখ্যা বেড়েই চলছে। সাবসক্রিপশনের মাধ্যমে এতে উপভোগ করা যায় নিত্যনতুন সিনেমা কিংবা সিরিজগুলো। নেটফ্লিক্সে মানুষের নজর আটকে আছে এশিয়ান ছবিগুলোতে। নেটফ্লিক্সে এশিয়ান ছবিগুলো নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে প্রতিনিয়ত গ্রাহক সংখ্যা বেড়েই চলছে। তাদের তৃতীয় প্রান্তিকের আয় ও বিশ্বব্যাপী নতুন গ্রাহক তৈরিতে চমক দেখিয়েই যাচ্ছে এই স্ট্রিমিং সাইট। তবে অবশ্য নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী দিন দিন বাড়ছেই। আগে অ্যাপল তাদের অ্যাপল টিভি প্লাস নিয়ে এসেছে। এ ছাড়াও ডিজনি ও অ্যামাজন প্রাইম একই ধরনের সার্ভিস নিয়ে কাজ করছে। তারপরও স্ট্রিমিং সার্ভিস হিসেবে নেটফ্লিক্স এখন বিশ্বব্যাপীই অপ্রতিদ্বন্দী বলেই ধরা যায়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া বিশেষ করে ভারতে নেটফ্লিক্স এখন স্ট্রিমিং সার্ভিস হিসেবে ব্যাপক জনপ্রিয়। আর নেটফ্লিক্স বেশ আগে থেকেই নজর দিয়েছে জাপানসহ এশিয়ার বিভিন্ন অংশে। গ্রাহক বাড়াতে এ অঞ্চলে তারা তাদের স্থানীয় এবং মৌলিক কনটেন্ট সংখ্যা বাড়াবে। এতে স্থানীয় স্ট্রিমিং সেবা এবং ব্রডকাস্টারদের ওপর বেশ চাপ পড়বে। এদিকে মৌলিক অনুষ্ঠান নির্মাণে ২০১১ সাল থেকে বেশ টাকা খরচ করছে নেটফ্লিক্স। ২০১৬ সালে এশিয়ায় যাত্রা শুরু হলেও স্থানীয় অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে এখনো তারা পিছিয়ে। তবে তাদের অন্যান্য কনটেন্টের ওপর গ্রাহকদের বেশ আগ্রহ থাকায় এ অঞ্চলে তারা দ্রুত জায়গা করে নিচ্ছে। চীনে নিষিদ্ধ থাকার পরও এশিয়ার অন্যান্য অঞ্চলে চলতি বছর নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা ক্রমেই বাড়ছে।

চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় বিভিন্ন শো বিশ্বব্যাপী প্রচার করে নেটফ্লিক্স। ইউটিউবের মতো এটি ফ্রি নয়। তাই বিশ্বের অনেক নির্মাতা তাঁদের ছবির প্রিমিয়ারও করেন এই সাইটে। বাংলাদেশের অনেকেই এ সাইটের সদস্য। ২০১৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশের দুটি ছবি প্রদর্শনের জন্য নির্বাচন করে নেটফ্লিক্স। যে দুটি ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর। একটি ‘টেলিভিশন’, অন্যটি ‘পিঁপড়াবিদ্যা’। সে বছরের ১৫ মে থেকে নেটফ্লিক্সে ছবি দুটি প্রদর্শিত হয়। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘টেলিভিশন’ বাংলাদেশে মুক্তি পায় ২০১৩-তে। বাংলাদেশের নূর ইমরান মিঠু ও কলকাতার শিনা চৌহান অভিনীত ‘পিঁপড়াবিদ্যা’ মুক্তি পায় ২০১৪-তে। দুটি ছবিই আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়। তবে চুক্তি অনুযায়ী ২ বছর দেখানোর পর নেটফ্লিক্স থেকে এই দুটো ছবি সরিয়ে ফেলা হয়। এরপর বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে নূর ইমরান মিঠু নির্মিত ‘কমলা রকেট’। যেটি দিয়ে আবারও নতুন করে নেটফ্লিক্সে বাংলাদেশের সিনেমার যাত্রা শুরু হয়। ২০১৮ সালের জুনে মুক্তি পেয়েছিল নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’। বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলেছে। সমালোচকদের কাছে ভূয়সী প্রশংসা কুড়ায় এটি। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে কমলা রকেট ছবির চিত্রনাট্য লিখেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তৌকীর আহমেদ, জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ ও আবু রায়হান। ২০১৯ সালের শুরুতে নেটফ্লিক্সে ৫ বছরের জন্য যুক্ত হয় মিঠুর ‘কমলা রকেট’। এরপর আরও ২ বছর বাড়ানো হয়েছে বলে জানা যায়। নেটফ্লিক্সে নিজের নির্মিত চলচ্চিত্র নিয়ে নূর ইমরান মিঠু বলেন, ‘সারা বিশ্বের মানুষ নেটফ্লিক্সের মতো একটা সাইট থেকে আমার ছবিটা দেখছে। আশা করছি, এভাবে আমাদের চলচ্চিত্র সারা বিশ্বে পৌঁছে যাবে।’ এদিকে নেটফ্লিক্সের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’ ও মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। ১১টি গল্প নিয়ে নির্মিত অমনিবাস ‘ইতি, তোমারই ঢাকা’। এদিকে ‘ডুব’ দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছিলেন বলিউডের প্রয়াত তারকা ইরফান খান। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘ডুব’ নির্মিত হয়। ইরফান খানও যুক্ত ছিলেন প্রযোজক হিসেবে। ‘ডুব’ সিনেমায় ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ। ফারুকী বলেন, ‘যে কোনো নতুন ঘটনা আমাদের জন্য সম্ভাবনা বয়ে আনে। আমি নিশ্চিত, পরে বাংলাদেশের আরও অনেকের ছবিই কিনে নেবে নেটফ্লিক্স। শুধু তাই নয়, ভবিষ্যতে বাংলাদেশের ছবি প্রযোজনাও করবে তারা।’ প্রসঙ্গত, ২০১৭ সালের ২৭ অক্টোবর মুক্তি পায় ‘ডুব’। সিনেমাটি বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি বিতর্কিত অংশের ছায়া নিয়ে নির্মিত হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এদিকে ২৪ বছর বয়সী এই প্ল্যাটফরমের ব্যবসা রয়েছে তুঙ্গে। লকডাউনে পৃথিবীর বদলের মধ্যেও নেটফ্লিক্সে মুক্তি পায় প্রচুর ভারতীয় ছবি। এখন তো যে কোনো ছবি আগে ভাগেই দেখে নেওয়া যায় নেটফ্লিক্সে। করোনা মুদ্রার উল্টো পিঠের মিষ্টি ফল ভোগ করার যতরকম ফন্দি আঁটা সম্ভব, তার কিছুই বাদ দিচ্ছে না এই অনলাইন প্ল্যাটফরম। লকডাউন আর কোয়ারেন্টাইনে ঘরে ঢুকে পড়েছে। আর তাদের একটা বড় অংশ ঘরে সময় কাটাচ্ছে নেটফ্লিক্সে চোখ রেখে। এদিকে এশিয়ান প্রচুর ছবি মুক্তি পাচ্ছে এই নেটফ্লিক্সেই। ১০০ বছরেরও বেশি সময় ধরে চলমান বেশ কয়েকটি ব্লকবাস্টার, হিট এবং ফ্লপ ছবিও আপনি দেখে নিতে পারবেন নেটফ্লিক্সে। লকডাউনে নেটফ্লিক্সে মুক্তি পায় হিন্দি ছবি ‘বোম্বে রোজ’, ‘ভাগ বিয়ানি ভাগ’, ‘বোম্বে বেগমস’, ‘মাসাবা মাসাবা’, ‘অ্যা সুইটেবল বয়’, ‘মিসম্যাচড’, ‘একে ভার্সেস একে’, ‘ক্লাস অব এইটিথ্রি’, ‘সিরিয়াস ম্যান’, ‘কালি খুহি’, ‘গুঞ্জন সাক্সেনা- দ্য কার্গিল গার্ল’, ‘জিনি ওয়েডস সানি’, ‘ডলি কিটি অওর উয়ো চমকতে সিতারে’, ‘রাত আকেলি হ্যায়’, ‘ত্রিভঙ্গ’, ‘স্যাকরেড গেমস’, ‘তোরাবাজ’, ‘লুডো’সহ অনেক ছবি। ঢাকা ও মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি নেটফ্লিক্সের সিনেমা ‘এক্সট্র্যাকশন’ ব্যাপক আলোচনা-সমালোচনাও জন্ম দেয়। এদিকে বেশকিছু জাপানি ড্রামা সিরিজ নেটফ্লিক্সে বেশ জনপ্রিয়তা পায়। জানা মতে, নেটফ্লিক্স জাপান এবং দক্ষিণ কোরিয়ার একাধিক অ্যানিমেশন স্টুডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর