শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘হইচই’-এর পর্দায় আনোয়ারুল আলম সজল

শোবিজ প্রতিবেদক

‘হইচই’-এর পর্দায় আনোয়ারুল আলম সজল

দেশের প্রথম স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে ওটিটি প্ল্যাটফরমে হাজির হতে যাচ্ছেন আনোয়ারুল আলম সজল। এটি বাংলা ওটিটি প্ল্যাটফরমের প্রথম নন-ফিকশন শো, যেটি কিছু দিনের মধ্যে প্রচার হতে যাচ্ছে হইচই-এর পর্দায়। নাম ‘ট্রামডিপো’। এখানে বাংলাদেশ  থেকে প্রতিনিধিত্ব করেছেন সজল ও ইশতিয়াক নাসির। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সেরা ছয়জন পারফরমার। এটি একটি কমেডি লিগ, যেখানে দুটি দলে তিনজন করে মোট ছয়জন পারফরমার লাইভ অডিয়েন্সের সামনে পারফরম করবেন এবং পারফরমেন্স শেষে উপস্থিত দর্শকদের ভোটে নির্বাচন করা হবে কমেডিয়ান অব দ্য অ্যাপিসোড। এই শোতে দুটি টিমের নাম হচ্ছে ট্রামন্ড ডেঁপোস ও ট্যানট্রামার্স। যেখানে বাংলাদেশের সজল প্রতিনিধিত্ব করছেন ট্রামন্ডডেঁপোসের হয়ে এবং ইশতিয়াক নাসির ট্যানট্রামার্সের হয়ে। প্রতি অ্যাপিসোড শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত দলকে বিজয়ী ঘোষণা করা হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দেবি সাহা। অ্যাপিসোড ডিরেক্টর সৌরভ পালোধি,  পরিচালনা করেছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়।

সর্বশেষ খবর