রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতার মাসে দীঘি

শোবিজ প্রতিবেদক

স্বাধীনতার মাসে দীঘি

দীঘি অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবিটি স্বাধীনতার মাস অর্থাৎ মার্চে মুক্তি পেতে যাচ্ছে। শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া দীঘির এটি দ্বিতীয় ছবি। এ ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ। এর আগে শান্ত খানের সঙ্গে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিতে রেণু চরিত্রে অভিনয় করেছিলেন দীঘি। ওই ছবিটি ছিল বঙ্গবন্ধুর কৈশোরকাল নিয়ে। আর ‘তুমি আছো তুমি নেই’ পুরোপুরি বাণিজ্যিক ধারার ছবি। গত বছরের নভেম্বরে এই ছবির শুটিং শুরু হয় পুবাইলে। দীঘি বলেন, আমার বিপরীতে আসিফ ইমরোজ ভাইয়াও ভীষণ সহযোগিতা করছেন। আমি কাজটা উপভোগ করছি। ছবিতে নিজের চরিত্র নিয়ে দীঘি বলেন, মা ছাড়া বড়লোকের আহ্লাদি মেয়ের চরিত্র করছি। আমার জন্য চরিত্রটা একেবারে নতুন, ভিন্ন। আশা করছি ছবিটা ভালো হবে। নায়ক আসিফ ইমরোজ বলেন, দেলোয়ার জাহান ঝন্টু সাহেবের মতো নির্মাতার সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির। আমার সঙ্গে দীঘি রয়েছে। সে মেধাবী শিল্পী। অভিনয়ের ব্যাপারে সে অনেক পরিণত। ছোটবেলা থেকেই তার রক্তে অভিনয় মিশে আছে। সবকিছু মিলিয়ে আমরা ভালো কাজ উপহার দেওয়ার জন্য শভভাগ দায়বদ্ধ। সেই চেষ্টা দিয়ে কাজ করেছি। রোমান্টিক-পারিবারিক গল্পের ছবি এটি। জানা গেছে, ১২ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর