সোমবার, ১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ঢাকার ছবিতে ফের বিদেশি শিল্পী

আলাউদ্দীন মাজিদ

ঢাকার ছবিতে ফের বিদেশি শিল্পী

এবার ঢাকার ছবিতে অভিনয় করবেন একঝাঁক ভারতীয় শিল্পী। এর মধ্যে অনন্ত জলিল প্রযোজিত ‘নেত্রী : দ্য লিডার’ ছবিতে থাকছেন দক্ষিণ ভারতীয় সিনেমায় খল-অভিনেতা হিসেবে তুমুল জনপ্রিয় কবির সিং, প্রদীপ রাওয়াত ও তরুণ অরোরা। অন্যদিকে এই ছবির নির্মাতা হিসেবে আছেন উপেন্দ্র মাধব। ২০১৮ সালে ‘এমএলএ’ নির্মাণ করে আলোচনায় আসেন দক্ষিণ ভারতের এই পরিচালক। শনিবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ছবিটি নিয়ে অনুষ্ঠিত হয় জমকালো অনুষ্ঠান। সেখানেই এই ছবির বিদেশি শিল্পী এবং নির্মাতাকে পরিচয় করিয়ে দেন অনন্ত। অনন্ত জানান, বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনার ছবি ‘নেত্রী : দ্য লিডার’। ছবিটির প্রধান দুই ভূমিকায় থাকছেন অনন্ত ও বর্ষা। এর আগে অনন্তর নির্মাণাধীন ছবি ‘দিন দ্য ডে’-তেও অভিনয় করেছেন ইরানি বেশ কয়েকজন শিল্পী। অন্যদিকে ঢাকাই ছবির শীর্ষ অভিনেতা শাকিব খান আবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার নায়িকার সঙ্গে। ছবির নাম ‘অন্তরাত্মা’। এতে অভিনয় করবেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এ মাসেই ছবিটির শুটিং শুরু হচ্ছে। এর আগে শাকিব খান অভিনয় করেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম (সত্তা), শ্রাবন্তী (শিকারি, ভাইজান এলোরে), পায়েল (ভাইজান এলোরে), নুসরাত (নাকাব), শুভশ্রীর (নবাব, চালবাজ) সঙ্গে। এ ছাড়া ভারতের আশীষ বিদ্যার্থী, সব্যসাচী, রজতাভ দত্ত, পরমব্রত প্রমুখ কয়েক বছর ধরে ঢাকার ছবিতে নিয়মিত অভিনয় করছেন। এর মধ্যে অবশ্য যৌথ প্রযোজনার ছবিই বেশি।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে প্রথম বিদেশি শিল্পী নিয়ে ছবি নির্মাণ করেন মমতাজ আলী। তাঁর ‘রক্তাক্ত বাংলা’ শিরোনামের ছবিটিতে অভিনয় করেন ভারতের প্রখ্যাত অভিনেতা বিশ্বজিৎ। ১৯৭৫ সালে মাসুদ পারভেজ সোহেল রানা নির্মাণ করেন ‘এপার ওপার’ ছবিটি। এ ছবির নায়িকা ছিলেন কলকতার জনপ্রিয় নায়িকা সোমা মুখার্জি। ১৯৭৬ সালে আলমগীর কবির নির্মাণ করেন ‘সূর্যকন্যা’ ছবিটি। এতে অভিনয় করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী ও রাজশ্রী। জয়শ্রী পরে ঢাকার সীমানা পেরিয়ে, মোহনা, রূপালী সৈকতে, পুরস্কারসহ বেশকটি ছবিতে অভিনয় করেন। একই বছর এহতেশাম নির্মাণ করেন ‘বন্দিনী’ ছবিটি। এতে অভিনেত্রী ববিতার বিপরীতে এই নির্মাতা অভিনয় করান তৎকালীন বাংলাদেশের আফগান অ্যাম্বাসেডরের পুত্র ওয়াহিদকে। ১৯৭৬ সালেই যৌথ প্রযোজনার রাজেন তরফদার নির্মিত ‘পালঙ্ক’ ছবিতে অভিনয় করেন কলকাতার প্রখ্যাত অভিনয়শিল্পী উৎপল দত্ত ও সন্ধ্যা রায়। ১৯৭৯ সালে কাজী হায়াৎ নির্মিত ‘দি ফাদার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন মার্কিন অভিনেতা জন নেপিয়ার এডামস। ১৯৮৪ সালে এহতেশাম নির্মিত ‘দূরদেশ’ ছবিতে অভিনয় করেন ভারতের শশী কাপুর, শর্মিলা ঠাকুর, পারভীন ববি, রাজ বাব্বর, পাকিস্তানের নাদিমসহ অনেকে। নব্বইয়ের দশকে শাবানা প্রযোজিত ‘মেয়েরাও মানুষ’ ছবিতে অভিনয় করেন ভারতের চাঙ্কি পান্ডে ও ঋতুপর্ণা। শাবানার ‘আমি সেই মেয়ে’ ছবিতে অভিনয় করেন বলিউডের অভিনেত্রী জয়া প্রদা, কলকাতার রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চাঙ্কি পান্ডে প্রমুখ। হেলাল খান প্রযোজিত ‘সাগরিকা’ ছবিতে ঋতুপর্ণা ও ‘আশা আমার আশা’ ছবিতে অভিনয় করেন বলিউডের আয়শা জুলখা।

এ ছাড়াও বিদেশি শিল্পী যাঁরা বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন সেই তালিকায় আছেন শতাব্দী রায়, বনশ্রী, ঝুমুর গাঙ্গুলী, সুনেত্রা, দেবশ্রী, মুনমুন, আলপনা গোস্বামী, ইন্দ্রানী হালদার, শাবানা আজমী, মমতা কুলকার্নি, ভাগ্যশ্রী, নীলম, মনিকা দেবী, প্রিয়াঙ্কা ত্রিবেদী, রাবিনা, মিনা, শিবানী, ঋতুপর্ণা, রচনা ব্যানার্জি, শ্রীলেখা মিত্র, মাহিমা, রিংকু ঘোষ, মিত্র যোশী, প্রিয়াঙ্কা সরকার, মধুমিতা, প্রিয়া, রিয়া সেন, রাইমা সেন, রাভিনা, ভিক্টর ব্যানার্জি, আইয়ুব খান, বাবরা শরীফ, ফয়সাল, মিঠুন চক্রবর্তী,  জিৎ, অংকুশ, সোহম, ওম, হিরণ, ইন্দ্রনীল, স্বস্তিকা, স্নেহা উল্লাল, জয়া বচ্চন, সানি দেওল, নাসিরুদ্দিন শাহসহ  অনেকে।

সর্বশেষ খবর