বুধবার, ৩ মার্চ, ২০২১ ০০:০০ টা

দুই সপ্তাহে তারকাবহুল ৫ ছবি

আলাউদ্দীন মাজিদ

দুই সপ্তাহে তারকাবহুল ৫ ছবি

স্বাধীনতার মাসে চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর আসছে। দীর্ঘদিন ধরে ছবির খরা শেষে এ মাসেই মুক্তি পাচ্ছে তারকাবহুল একাধিক ছবি। এ যেন কাঠ ফাটা রোদ শেষে মরুভূমিতে স্বস্তির বৃষ্টি। পরপর দুই সপ্তাহে মুক্তি পাবে পাঁচটি ছবি। ১২ মার্চ মুক্তি পাচ্ছে দুটি ছবি। এগুলো হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’। এতে অভিনয় করেছেন দীঘি ও রোজ। একই দিন মুক্তি প্রতীক্ষিত আরেকটি ছবি হলো সেলিম খান পরিচালিত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। এ ছবিতে মূল দুই চরিত্রে অভিনয় করেছেন দীঘি ও শান্তু খান। প্রথমটি রোমান্টিক ও পারিবারিক এবং দ্বিতীয়টি রাজনৈতিক গল্পের ছবি। ১৯ মার্চ মুক্তি পাচ্ছে তিনটি ছবি। এগুলো হলো তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’, হাবিবুর রহমানের ‘অলাতচক্র’ এবং অরণ্য পলাশের ‘গন্তব্য’। এই তিনটি ছবিই সামাজিক ও পারিবারিক বক্তব্যপ্রধান গল্পে নির্মিত হয়েছে। ‘স্ফুলিঙ্গ’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি, জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত প্রমুখ। ‘অলাতচক্র’ ছবির শিল্পীরা হলেন জয়া আহসান, আহমেদ রুবেল প্রমুখ। ‘গন্তব্য’ ছবির প্রধান অভিনয়শিল্পী হলেন ফেরদৌস ও আইরিন। মাসের শেষ সপ্তাহ মানে ২৬ মার্চ মুক্তি পাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’ ছবিটি। এই ছবিটির গল্পে ওঠে এসেছে মুক্তিযুদ্ধ ও প্রেমের বক্তব্য। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। এদিকে, শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠে আসা দীঘি নায়িকা হিসেবে প্রথম কাজ করেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিতে। এরপরই কাজ করেছেন ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে। নায়িকা হিসেবে তাঁর অভিনীত দুটি ছবিই মুক্তি পাচ্ছে স্বাধীনতার মাসে। এই মাসে নায়িকা হিসেবে নিজের প্রথম ছবিগুলো মুক্তি পাওয়া মানে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। এ কারণে খুবই উচ্ছ্বসিত এখন এই নায়িকা। দীঘি আরও একটি ছবির কারণে ইতিহাসের অংশ হয়ে থাকছেন। এটি হলো বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভারতের প্রখ্যাত নির্মাতার নির্মাণাধীন ‘বঙ্গবন্ধুর বায়োপিক’। এই ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী রেণু মানে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করছেন দীঘি। সবমিলিয়ে দীঘির কথা হলো কাজ কম করলেও যদি কাজটি হয় মানসম্মত, তাহলে সেই স্বল্প কাজই একজন মানুষকে আজীবন এমনকি মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখতে পারে। এবার প্রথিতযশা নির্মাতা-অভিনেতা তৌকীর আহমেদ নির্মাণ করলেন ‘স্ফুলিঙ্গ’ ছবিটি। এর আগে নির্মিত বিষয়ভিত্তিক ও সামাজিক বক্তব্যপ্রধান ছবি ‘জয়যাত্রা’, ‘হালদা’, ‘অজ্ঞাতনামা’ এবং ‘ফাগুন হাওয়ায়’-এর ধারাবাহিকতায় ‘স্ফুলিঙ্গ’ সমাজ ও মানুষের জন্য বয়ে আনবে সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের বাণী। ‘অলাতচক্র’ ছবিটি দীর্ঘদিন ধরে নির্মাতা হাবিবুর রহমান পরম যতœ নিয়ে নির্মাণ করছেন। এতে জয়াকে অন্যরূপে খুঁজে পাবে দর্শক। ‘গন্তব্য’ ছবিটি সামাজিক বাণীসমৃদ্ধ করে নির্মাণ করেছেন পলাশ। এ ছবির মাধ্যমে দর্শক দীর্ঘদিন পর বড় পর্দায় দেখতে পাবেন জনপ্রিয় অভিনয়শিল্পী ফেরদৌস ও আইরিনকে। প্রিয় কমলা ছবিতে অপু বিশ্বাসকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। এ ছবিতে মুক্তিযুদ্ধ সময়ের একটি মেয়ের জীবন যন্ত্রণার দুর্বিষহ জীবন যন্ত্রণার চিত্র ফুটিয়ে তুলেছেন অপু বিশ্বাস। সবমিলিয়ে স্বাধীনতার মাসে দর্শক উপহার পাচ্ছেন ছয়টি জীবন ঘনিষ্ঠ তারকাবহুল চলচ্চিত্র। উল্লেখ্য, চলমান ছবির খরার ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম দুই মাস উল্লেখযোগ্য কোনো ছবি মুক্তি পায়নি। এমন কি ৫ মার্চও মুক্তি পাচ্ছে না কোনো নতুন ছবি। মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন এবং বক্তব্যপ্রধান গল্পের এই ছবি মুক্তির হিড়িক যেন অব্যাহত থাকে সে প্রত্যাশাই করছেন চলচ্চিত্রপ্রেমীরা।

সর্বশেষ খবর