শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

নারী দিবসে ‘অনেক দিন পর’

শোবিজ প্রতিবেদক

নারী দিবসে ‘অনেক দিন পর’

২০০১ সালের ১৮ সেপ্টেম্বর ‘শেষ বেলায়’ নাটকের মধ্য দিয়ে পরিচালনায় আসেন জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী। টিভি নাটকে তিনি তৈরি করেছেন নতুন ধারা। ‘বিশ্বসুন্দরী’ দিয়ে শুরু করেছেন চলচ্চিত্রে যাত্রা। শুধু নির্মাণ নয়, অসংখ্য দর্শকনন্দিত নাটকের চিত্রনাট্যকারও তিনি। বরাবরের মতো এবারও তিনি বিশ্ব নারী দিবস উপলক্ষে নির্মাণ করলেন নাটক ‘অনেক দিন পর’। প্রযোজক আনসারুল আলম লিংকন। বিশেষ এই নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফিন মাহমুদ তন্বী। এই নাটকের মাধ্যমে অনেক দিন পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করলেন তিন জনপ্রিয় অভিনয়শিল্পী আবুল হায়াত, তারিন জাহান এবং আহসান হাবিব নাসিম। সালভি টেলিফিল্ম প্রযোজিত নাটকে তাঁদের সঙ্গে রয়েছেন মিলি বাশার। এটি প্রেরণায় নারীর গল্প হিসেবে বিশ্ব নারী দিবসের জন্য নির্মিত। নির্মাতা চয়নিকা বলেন, ‘সবাই খুব প্রফেশনাল আর্টিস্ট। তাঁরা তাঁদের সেরাটাই দিয়েছেন।’ আজ রাত ৮টায় নারী দিবস উপলক্ষে নাটকটি  আরটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর