শনিবার, ৬ মার্চ, ২০২১ ০০:০০ টা

কলকাতার প্রেক্ষাগৃহে হীরালাল সেন

কলকাতার প্রেক্ষাগৃহে হীরালাল সেন

ভারতীয় সিনেমার জনক হিসেবে বলা হয় দাদাসাহেব ফালকের নাম। তবে দাদাসাহেবেরও বহু আগে কলকাতা শহরে বসে বাংলাদেশের হীরালাল তৈরি করেছিলেন ‘আলিবাবা’। তাঁর হাত ধরেই ভারতীয় সিনেমার পথচলা শুরু।  মানিকগঞ্জের বকজুরিতে জন্ম নেওয়া হীরালাল সেনকে নিয়ে বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার পরিচালক অরুণ রায়। যা শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পায়।

মানুষের ভুল ভাঙাতে এই সিনেমা বানিয়েছেন, এমনটাই জানালেন পরিচালক  অরুণ রায়।

সর্বশেষ খবর