রবিবার, ৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

স্বাধীনতার অর্ধশতকের গান

শোবিজ প্রতিবেদক

স্বাধীনতার অর্ধশতকের গান

স্বাধীনতা এসেছে, ৫০ বছর পূর্ণ হতে চলেছে। স্বাধীনতার অর্ধশতক পূরণের এই সময়টাকে ফ্রেমে আটকে রাখার জন্য চারদিকে চলছে জোর আয়োজন। শিল্প-সংস্কৃতির আঙিনায় স্বাধীনতার ৫০ বছরের রোদ আছড়ে পড়ছে একটু বেশিই। কেননা স্বাধীনতা অর্জনের সঙ্গে সংগীত প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। ‘স্বাধীনতার ৫০ বছর’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ছয়জন শিল্পী। তাঁরা হলেন- রাজা বশির, হুমায়রা বশির, শাহনাজ রহমান স্বীকৃতি, স্মরণ, ইব্রাহীম খলিল এবং মোমিন বিশ্বাস। গানটি লিখেছেন এনামুল হক অপু। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা বশির। বিশেষ এ দেশের গানের রেকর্ডিং এবং মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে এরই মধ্যে। চলতি সপ্তাহে গানটি সারগাম সাউন্ড স্টেশন থেকে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

সর্বশেষ খবর