বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১ ০০:০০ টা

ফের ফাখরুল আরেফীনের ছবিতে সব্যসাচী

শোবিজ প্রতিবেদক

ফের ফাখরুল আরেফীনের ছবিতে সব্যসাচী

আবারও কলকাতার কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে সিনেমা নির্মাণ করছেন বাংলাদেশের পরিচালক ফাখরুল আরেফীন খান। ছবির নাম ‘জেকে ১৯৭১’। এর আগে দুজনে মুগ্ধতা ছড়িয়েছেন ‘গ-ি’ চলচ্চিত্র দিয়ে। তাঁদের এবারের চলচ্চিত্রটির প্রেক্ষাপট সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে ঘটেছিল একটি বিমান ছিনতাইয়ের ঘটনা। যে ছিনতাইয়ের পেছনে ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। ঘটনাটি স্বাধীনতার ৫০ বছরেও সে অর্থে প্রকাশিত নয়। আজও বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বের স্বীকৃতি পাননি সেই ঘটনার মূল নায়ক ফ্রান্সের তরুণ জ্যা কুয়ে। মূলত সেই অভাববোধ থেকেই ‘ভুবন মাঝি’-খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান নির্মাণের উদ্যোগ নেন ‘জেকে ১৯৭১’। যার অন্যতম দুটি চরিত্র বিমানের পাইলট হিসেবে থাকছেন সব্যসাচী চক্রবর্তী আর জ্যা কুয়ে হিসেবে অভিনয় করছেন ‘জুলফিকার’ অভিনেতা শুভ্র সৌরভ দাশ। ৯ মার্চ রাতে ফাখরুল আরেফীন খান রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ছবিটি সম্পর্কে গণমাধ্যমকে জানান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উপহার হিসেবেই ছবিটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি।  এপ্রিল থেকে কলকাতার দুর্গাপুরে টানা শুটিং হবে। এটি মুক্তি দেওয়া হবে ৩ ডিসেম্বর, ২০২১। 

সর্বশেষ খবর