শুক্রবার, ১২ মার্চ, ২০২১ ০০:০০ টা

অস্কার দৌড়ে এগিয়ে...

পান্থ আফজাল

অস্কার দৌড়ে এগিয়ে...

করোনাভাইরাসের কারণে এবার অস্কার দুই মাস পিছিয়ে অনুষ্ঠিত হচ্ছে আগামী ২৫ এপ্রিল; বাংলাদেশি সময় ২৬ তারিখ। এবারের অনুষ্ঠানটি ৯২তম আসরের তুলনায় আলাদা হবে। দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স এই ঘোষণাটি আগেই দিয়েছিল। আসরের মর্যাদাপূর্ণ ‘বেস্ট অ্যাক্টর’ বা ‘সেরা অভিনেতা’ অ্যাওয়ার্ড এবার কে পেতে যাচ্ছেন, তা নিয়ে অনেক দিন ধরে চলছে জল্পনা-কল্পনা। অন্যদিকে সেরা চলচ্চিত্র কোনটি হবে, তা নিয়েও চলছে বিস্তর হিসাব। যুক্তরাষ্ট্রের ‘ভ্যারাইটি’ ইতিমধ্যেই সম্ভাব্য সেরা অভিনেতা-চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে।

 

সম্ভাব্য সেরা চলচ্চিত্র

নোম্যাডল্যান্ড : তালিকার শীর্ষে রয়েছে সার্চলাইট পিকচার্সের ‘নোম্যাডল্যান্ড’। সবকিছু হারিয়ে ফেলা এক বৃদ্ধার আমেরিকান ওয়েস্টজুড়ে এক নিদারুণ যাত্রা ঘিরে এর গল্প। চীনা পরিচালক ক্লোয়ি জাও পরিচালিত এই চলচ্চিত্রটি। অভিনয়ে ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, ডেভিড স্ট্রথার্ন, লিন্ডা মে।

 

দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭ : নেটফ্লিক্সের এই চলচ্চিত্র রয়েছে সম্ভাব্য বিজয়ের দ্বিতীয় নম্বরে। ১৯৬৮ সালে শিকাগোতে সংঘটিত ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশন ঘিরে বিক্ষোভের কারণে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাত ব্যক্তির সাতটি গল্প নিয়ে এগিয়েছে এর কাহিনি। আরন সরকিন পরিচালিত ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭’-এ অভিনয় করেছেন ইয়াহিয়া আবদুল-মতিন টু, সাচা ব্যারন কোহেন, জোসেফ গর্ডন-লেভিট, মাইকেল কিটন।

 

মিনারি : তৃতীয় স্থানে রয়েছে ‘মিনারি’। ১৯৮০-এর দশকে একটি খামার গড়ে তোলার উদ্দেশ্যে আরকানসাসে পাড়ি জমানো এক কোরিয়ান পরিবারকে ঘিরে এই চলচ্চিত্র নির্মাণ করেছেন লি ইসাক চুং। অভিনয়ে স্টিভেন ইয়ুন, ইয়েরি হান, অ্যালান এস. কিম প্রমুখ।

 

প্রমিজিং ইয়ং ওম্যান : ফোকাস ফিচার্সের চলচ্চিত্র ‘প্রমিজিং ইয়ং ওম্যান’ রয়েছে তালিকার ৪ নম্বরে। এমার্জাল্ড ফিনেল পরিচালিত এই চলচ্চিত্র অতীতের এক ট্রাজিক ঘটনার ট্রমা বয়ে বেড়ানো এক তরুণীর প্রতিশোধস্পৃহা ঘিরে বানানো। অভিনয়ে ক্যারি মুলিগান, বো বার্নহ্যাম, লেভার্ন কক্স, মলি শ্যানন। 

 

ওয়ান নাইট ইন মায়ামি : তালিকার পঞ্চম স্থানে রয়েছে অ্যামাজন স্টুডিওসের পরিবেশনা- ‘ওয়ান নাইট ইন মায়ামি’। পরিচালক রেজিনা কিং। অভিনয়ে কিংসলি বেন-আডির, এলি গরি, অ্যালডিস হজ। ১৯৬০-এর দশকের সাংস্কৃতিক বিক্ষোভ ও নাগরিক অধিকারের লড়াই ঘিরে এর কাহিনি। এদিকে ‘সেরা চলচ্চিত্র’ ক্যাটাগরিতে অস্কার জয়ের সম্ভাব্য তালিকায় আরও ১৫টি চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে ভ্যারাইটি। এ তালিকায় যথাক্রমে রয়েছে- নিউজ অব দ্য ওয়ার্ল্ড, সাউন্ড অব মেটাল, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ, মা রেইনি’স ব্ল্যাক বটম, দ্য ফাদার, ম্যাঙ্ক, ডা. ৫ ব্লাডস, সোল, ফার্স্ট কাউ, দ্য মৌরিতানিয়ান, অন দ্য রকস, ম্যালকম অ্যান্ড মেরি, এনাদার রাউন্ড, হিলবিলি এলিজি, পাম স্প্রিংস।

 

সম্ভাব্য সেরা অভিনেতা

চ্যাডউইক বোসম্যান : সদ্য প্রয়াত হলিউড তারকা চ্যাডউইক ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’র জন্য রয়েছেন শীর্ষস্থানে। জর্জ সি. ওলফ পরিচালিত এই চলচ্চিত্রে তার অভিনীত চরিত্রের নাম লেভি। জীবদ্দশায় চ্যাডউইক কখনোই অস্কার নমিনেশন পাননি। ফলে তিনি কি মরণোত্তর অস্কার পেতে যাচ্ছেন? এটা দেখার বিষয়!

 

অ্যান্থনি হপকিন্স : ৮৩ বছর বয়সী এই তারকা অভিনেতা ‘দ্য ফাদার’ ছবির জন্য রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। পরিচালক ফ্লোরিয়ান জেলা। ছবিতে তিনি অ্যান্থনি চরিত্রে অভিনয় করেছেন। ১৯৯১-এ ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্বস’র জন্য অস্কার পান।

 

রিজ আহমেদ : ড্যারিয়াস মারডারের ‘সাউন্ড অব মেটাল’র রুবেন চরিত্রে অভিনয়ের জন্য তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটিশ এই অভিনেতা। তিনি আগে কখনোই অস্কার নমিনেশন পাননি।

 

স্টিভেন ইয়ুন : ৩৭ বছর বয়সী এই আমেরিকান অভিনেতা রয়েছেন তালিকার চতুর্থ নম্বরে। লি ইসাক চুং- এর ‘মিনারি’তে জ্যাকব চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনিও আগে অস্কার নমিনেশন পাননি।

 

ম্যাডস মিকলসন : টমাস ভিন্টারবার্গ পরিচালিত ‘অ্যানাদার রাউন্ড’-এ মার্টিন চরিত্রের জন্য ৫৫ বছর বয়সী এই ডেনিশ অভিনেতা রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। তিনিও আগে কখনোই অস্কার নমিনেশন পাননি।

এদিকে ‘সেরা অভিনেতা’ ক্যাটাগরিতে অস্কার জয়ের সম্ভাব্য তালিকায় আরও ১৫ জনের নাম প্রকাশ করেছে ভ্যারাইটি। তালিকায় রয়েছেন গ্যারি ওল্ডম্যান, ডেলরয় লিন্ডো, তাহের রহিম, সাচা ব্যারন কোহেন, বেন অ্যাফ্লেক, টম হ্যাংকস, ল্যাকিথ স্ট্যানফিল্ড, কিংসলি বেন-অ্যাডির, জন ডেভিড ওয়াশিংটন, আদর্শ গৌরব, কলিন ফার্থ, টম হল্যান্ড, দেব প্যাটেল, জন মাগারো, ডেঞ্জেল ওয়াশিংটন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর