শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বজ্রকণ্ঠে বলে শেখ মুজিব

শোবিজ প্রতিবেদক

বজ্রকণ্ঠে বলে শেখ মুজিব

হোমায়েরা বশির এবং রাজা বশির- শুদ্ধ সংগীতচর্চায় তাঁদের কার্যক্রম সব সময়ই প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার তাঁরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি করেছেন নতুন একটি গান। ‘বজ্রকণ্ঠে বলে শেখ মুজিব’ শিরোনামের এই গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা বশির। গেয়েছেন হোমায়েরা বশির, দিঠি আনোয়ার এবং রাজা বশির আর গানের যে মিউজিক ভিডিও করা হয়েছে তার নির্মাতা হোমায়েরা বশিরের ছেলে সারগাম। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সারগাম সাউন্ড স্টেশন গানটি মুক্তি দেয়। মিউজিক ভিডিওতে গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার প্রথম কয়েক লাইন আবৃত্তি করেছেন। এ ধরনের কোনো কাজে তাঁর অংশগ্রহণ এবারই প্রথম। গানটি এরই মধ্যে প্রশংসিত হয়। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর