রবিবার, ২১ মার্চ, ২০২১ ০০:০০ টা

১৭ বছর পর রেনেসাঁর নতুন গান

শোবিজ প্রতিবেদক

১৭ বছর পর রেনেসাঁর নতুন গান

১৭ বছরের বিরতি ভেঙে নতুন গান নিয়ে আসছে ব্যান্ড দল রেনেসাঁ। তাদের সর্বশেষ অ্যালবাম ‘একুশ শতকে রেনেসাঁ’ প্রকাশিত হয় ২০০৪ সালে। ২০১৮ সালে তাদের নতুন অ্যালবাম বাজারে আসার কথা থাকলেও নানা জটিলতায় সেই অ্যালবাম আর প্রকাশ হয়নি। নতুন এই গানের শিরোনাম ‘আকাশ আমার জোছনা আমার’। জুলফিকার রাসেলের কাব্যমালায় এতে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন পিলু খান। ইতিমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন করেছেন তারা। প্রসঙ্গত, ‘রেনেসাঁ’র জন্ম ১৯৮৫ সালে। কথা ও মেলোডিকে প্রাধান্য দিয়ে ছুটে চলা এ ব্যান্ডের বেশ কিছু গান মন জয় করেছে শ্রোতাদের। তিন দশকেরও বেশি সময় পার করা এই ব্যান্ডটিকে নিয়ে এখনো শ্রোতাদের আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই। এই ব্যান্ডের সবাই ছোটবেলা থেকেই সংগীতচর্চা করছেন। ১৯৮৫ সালে নকীব খান সোলস ছেড়ে ঢাকায় আসার পর এই ব্যান্ড গঠন করেন। বর্তমানে ব্যান্ডটিতে আছেন নকীব খান, পিলু খান, রেজাউর রহমান, ইমরান রহমান, কাজী হাবলু ও কার্তিক। গান প্রকাশের ক্ষেত্রে এত সময় নিলেন কেন-এমন প্রশ্নের জবাবে রেনেসাঁ ব্যান্ডের পক্ষ থেকে নকীব খান জানালেন, ‘যেহেতু আমরা সবাই চাকরি এবং অন্য পেশায় ব্যস্ত থাকি, তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে একাধিক অ্যাপ- এ।

সর্বশেষ খবর