বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

আলোচনায় ক্যাপিটালের জয়িতা

শোবিজ প্রতিবেদক

আলোচনায় ক্যাপিটালের জয়িতা

বর্ষা চৌধুরী, একই সঙ্গে গায়িকা, চিত্রাভিনেত্রী, মডেল, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। এসবই তাঁর বর্তমান জীবনের গল্প। কিন্তু কেমন ছিল বর্ষার ছোটবেলা। এসব পরিচয়ের ঊর্ধ্বে যে অবস্থা থেকে বর্ষা চৌধুরী যুদ্ধ জয় করে এসেছেন তা হলো তিনি একজন অ্যাসিড-সার্ভাইবাল। মাত্র ১০ বছর বয়সে এলাকার উঠতি বখাটের বিয়ের প্রস্তাবে বাবা-মা রাজি না হওয়ায় হতে হয় নির্যাতনের শিকার। কেমন ছিল সে দিনগুলো, কিংবা তখনকার জীবনযুদ্ধ কীভাবে কাটছিল, সে দিনগুলোর অভিজ্ঞতা জানাতেই এসেছিলেন রেডিও ক্যাপিটাল এফএম ৯৪.৮০-এর জয়িতা শো-তে। শাহানা নিশার উপস্থাপনায় যা প্রচার হয় প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। এরই মধ্যে ভিডিওটি ভিউ হয়েছে ২ লাখ ৬০ হাজার বার। সবার প্রশ্নের উত্তর দিতেই যেন তিনি বেছে নেন এই বেতার মাধ্যম। জীবনের অন্তরালে লুকিয়ে থাকা গল্প বলতে গিয়ে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরেছে। অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে একসময় স্টুডিও থেকে বের হয়ে এসে আরজে নিশার  চোখ বেয়ে ঝরছিল অশ্রু।

সর্বশেষ খবর