বুধবার, ৩১ মার্চ, ২০২১ ০০:০০ টা

সিনেমা হল সংস্কার নিয়ে উজ্জ্বলের উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

সিনেমা হল সংস্কার নিয়ে উজ্জ্বলের উদ্বেগ

সরকার গত বছরের শেষদিকে সিনেমা হলের উন্নয়নে ১ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে। গত ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে ৫০০ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছে এবং পরিকল্পনা অনুয়ায়ী কয়েকটি তফসিলি ব্যাংকের মাধ্যমে এই টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুঃখের বিষয়, এখন পর্যন্ত কোনো ব্যাংকে অর্থ প্রেরণ করা হয়নি। এমন দীর্ঘসূত্রতায় ক্ষোভ প্রকাশ করে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, শুধু তাই নয়, এই ঋণের ক্ষেত্রে ঢাকা শহরে ৫ ও মফস্বলে ৪ পার্সেন্ট সুদ ধরা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন করছি এই হার ৩ ও ২ পার্সেন্ট করা হোক। এ ছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে গার্মেন্টসহ অন্যান্য সেক্টরের মতো জমির পরিবর্তে মেশিনারিজ বন্ধক রাখা হোক।

সর্বশেষ খবর