শনিবার, ৩ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অবশেষে ‘যৈবতী কন্যার মন’

শোবিজ প্রতিবেদক

অবশেষে ‘যৈবতী কন্যার মন’

অবশেষে মুক্তি পেল নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’। শুক্রবার থেকে ঢাকায় তিনটি ও ঢাকার বাইরে পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। নাট্যাচার্য সেলিম আল দীনের গল্প থেকে ছবির চিত্রনাট্য লিখতেই কেটে যায় আড়াই বছর। ছবির গল্পের জন্য জুতসই অভিনয়শিল্পী, লোকেশন আর ১০০ বছর আগের আবহ সৃষ্টি করতে বেগ পেতে হয় নির্মাতাকে। একপর্যায়ে বাংলাদেশ ও ভারত থেকে অভিনয়শিল্পী নিয়ে শুরু হয় শুটিং। ছবির সেই ‘কালিন্দী’ চরিত্রে দেখা যাবে কলকাতার মডেল সায়ন্তনী দত্তকে। ছবির আর একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন গাজী আবদুন নূর। নির্মাতা মনে করেন, সময় ব্যয় হয়েছে অনেক, কিন্তু গল্পের আবেদন পুরনো হওয়ার নয়। এই ছবি কতটা পয়সা আনবে, এ নিয়ে মাথা ঘামাচ্ছি না। বরং ছবিটার আর্কাইভাল মূল্য আমার কাছে অনেক। একটু সুস্থ হয়ে উঠলেই দর্শকসারিতে বসে ছবিটি দেখব, দর্শকের প্রতিক্রিয়া জানব। আমার বিশ্বাস ছবিটি ভালো লাগবে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর