বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আজ থেকে পরকাল

শোবিজ প্রতিবেদক

আজ থেকে পরকাল

বৈশাখী টিভিতে শুরু হচ্ছে পবিত্র রমজানের ধারাবাহিক নাটক ‘পরকাল’। বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে এটি নির্মিত। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আবদুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি, ইলমা ও আকাশ রঞ্জনসহ অনেকেই। নাটকের গল্প গড়ে উঠেছে খালেক সাহেবের পরিবার আর আশপাশের মানুষকে ঘিরে। গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রমজান হলো সংযমের মাস। এ মাস এলেই আমরা সংযমী না হয়ে বরং অতিমাত্রায় অসংযমী হয়ে যাই। প্রতি রমজানে গরিব-দুঃখী প্রতিবেশীর হক আদায় না করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং লোক ঠকানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার সেহরি কিংবা ইফতারে চলে লোকদেখানো প্রতিযোগিতা। সেহরি পার্টির নামে হয় রমজানের পবিত্রতা নষ্ট। চারপাশের এ অনিয়মগুলো তুলে ধরাই ‘পরকাল’ নাটকের মূল বিষয়।’ বৈশাখী টিভিতে আজ থেকে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিট ও রাত ১১টায় এটি প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর