শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

যেমন আছে বচ্চন পরিবার

পান্থ আফজাল

যেমন আছে বচ্চন পরিবার

‘শাহেনশাহ’ হিসেবে বলিউডে প্রথমবারের মতো ছবির জগতে আত্মপ্রকাশ। ছয় ফুট লম্বা সত্তর দশকের ‘অ্যাংরি ইয়াংম্যান’ অমিতাভ বচ্চন। যার ভরাট কণ্ঠ এবং অভিনয় জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। এই প্রভাবশালী ও মেগাস্টার অভিনেতাকে তাবৎ বিশ্বের লোক ‘বিগ বি’ বলেই একনামে চেনে। অমিতাভ বচ্চন, যিনি সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। অভিনয় নিয়ে কাটাছেঁড়া, ফ্লপ-হিটের পরিসংখ্যান, প্রেম-পরকীয়ার অভিযোগ, সম্পত্তি, পরিবার- এমন বহু সমালোচনা পাশ কাটিয়ে এগিয়ে গেছেন অমিতাভ। নিজেকে তুলে ধরেছেন অনন্য এক উচ্চতায়! ১৯৬৯ সালে মাত্র ২০ বছর বয়সে তিনি ছবির জগতে আত্মপ্রকাশ করেন। সাত হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। ১৯৭০ সালের প্রথম দিকে তিনি বলিউড সিনেমা জগতে ‘রাগী যুবক’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন তিনি। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আনন্দ, পরওয়ানা, রেশমা ঔর শেরা, বাওয়াটি, বম্বে টু গোয়া, জঞ্জির, অভিমান, নেমক-হারাম, কুঁওয়ারা বাপ, দোস্ত, রোটি কাপড়া অর মকান, মজবুর, চুপকে চুপকে, দিওয়ার, শোলে, কাভি কাভি, অমর আকবর অ্যান্থনি, কসমে ওয়াদে, ত্রিশূল, মুকদ্দর কা সিকান্দর, মিস্টার নটবরলাল, কালা পাত্থার, দোস্তানা, সিলসিলা, রাম বলরাম, লাওয়ারিস, ডারনা জারুরি হেয়, কাভি আল বিদা না কেহনা ইত্যাদি। করোনাকালের শুরুর দিক থেকেই বিগ বি করোনায় আক্রান্ত হন। শুধু একা নন, রীতিমতো সপরিবারে এই ভাইরাসের কবলে পড়েছিলেন বিগ বি। বেশ কিছুদিন লড়াই চালানোর পর চিকিৎসকদের প্রচেষ্টায় বচ্চন পরিবার সুস্থ হয়ে ওঠে। গত বছরের তা-ব শেষ হওয়ার পর চলতি বছরের শুরুর দিকেই জানুয়ারি মাসে দেশে শুরু হয়েছে প্রথম দফার ভ্যাক্সিনেশন কর্মসূচি। এরপর ১ এপ্রিল থেকে ৪৫ বছরের ঊর্ধ্বে সবাইকে করোনা টিকা দেওয়ার প্রক্রিয়া চলে। সালমান খান, সঞ্জয় দত্ত, সাইফ আলি খান, শর্মিলা ঠাকুরের মতো বলি তারকারা কভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেও জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন পরে নেন ভ্যাকসিন। গত বৃহস্পতিবার টুইট করে বিগ বি লিখেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে করোনা ভ্যাকসিন নিয়েছি। এখন একদম সুস্থ ও স্বাভাবিক রয়েছি।’ এদিন গভীর রাতে নিজের ব্লগে আবার করোনা টিকা নেওয়ার অভিজ্ঞতার কথা লিখেন তিনি। সেই পোস্ট আবার সবার সঙ্গে ভাগ করে নেন তারকা। পাশাপাশি জানান শুধু তিনিই নন, পরিবারের বাকি সদস্যরাও কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছেন। তবে অভিষেক বচ্চন পরিবারের একমাত্র সদস্য যিনি এখনো করোনা টিকা নেননি। কারণ শুটিংয়ের কাজে মুম্বাইয়ের বাইরে রয়েছেন তিনি। প্রবীণ অভিনেতা লিখেন, ‘হয়ে গেছে। ভ্যাকসিন নেওয়ার পালা মিটল। সব ঠিক আছে। পরিবারের এবং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়েছিল, আজ পরীক্ষার রিপোর্ট সব নেগেটিভ এসেছে। ভ্যাকসিনও হয়ে গেছে। পুরো পরিবার, শুধু অভিষেক ছাড়া, সে আপতত শুটিংয়ে, দিন কয়েক পর শহরে ফিরে এসে সেও টিকা নেবে।’ টিকা নেওয়ার একটি ছবিও ব্লগে পোস্ট করেন অমিতাভ। আগের বছর জুন মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বচ্চন পরিবারের সদস্যরা। তখন পিতা-পুত্র হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে লীলাবতী হাসপাতালে ভর্তি হন ঐশ্বরিয়া-আরাধ্যাও। প্রসঙ্গত করোনাক্রান্ত হওয়ার পর দুইবার অস্ত্রোপচার করাতে হয় বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। বিগ বি এ বয়সেও ধরে রেখেছেন দুর্দান্ত দাপট। সত্তর দশক থেকে এখনো পর্দায় নায়ক রূপে দেখা যায়। শুধু তাই নয়, এখনো অমিতাভ বচ্চনের চাহিদা ব্যাপক, তা প্রমাণিত! এর আগে ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা একশ ‘হাইয়েস্ট পেইড’ সেলিব্রেটির তালিকায় বলিউড তারকাদের মধ্যে প্রথম জায়গাটি দখল করে নিয়েছেন তিনি। অভিনয় ছাড়াও তিনি একজন নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, সঞ্চালক এবং ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর