সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

শাকিব খানের নতুন ভাবনা...

শোবিজ প্রতিবেদক

শাকিব খানের নতুন ভাবনা...

‘আবারও বলছি, লকডাউন মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছে, বাঁচার নতুন পথ দেখিয়েছে। লকডাউনে ঘরবন্দী মানুষ অফুরন্ত অবসর পেয়েছে। যা দীর্ঘদিনের ব্যস্ততায় সম্ভব হয়ে ওঠেনি’। বললেন নায়কোত্তম শাকিব খান। তিনি বলেন, ‘গত বছর ঠিক এই সময়টাতেও লকডাউন ছিল। তখন করোনা মহামারী থেকে বাঁচতে অন্যদের মতো আমিও ঘরে বন্দী থেকে পেছনে ফেলে আসা নিজের জীবন নিয়ে ভাবার অফুরন্ত সময় পেয়েছি। এর আগে তো শুধু দিনে রাতে কাজের  পেছনে ছুটেছি। ভাবার সময় কোথায় ছিল? ভেবে দেখলাম চলার পথে আগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। জীবনটা আসলে একটি শৃঙ্খলার জায়গা। এই জায়গাটি ধরে রাখতে না পারলে মানুষ ভুল পথে চলতে শুরু করে। এর খেসারতও খারাপভাবে দিতে হয়। ঘরবন্দী থেকে জীবনের যত হিসাব-নিকাশ মিলিয়েছি। নতুন করে শৃঙ্খলিত পথে চলার পথ খুঁজে পেয়েছি। কোনো কিছুতেই কোনো কাজে সীমা লঙ্ঘন করা উচিত নয়। ধর্ম-কর্মসহ সব কাজ নিয়মমাফিক পালন করা একান্ত কর্তব্য। গত রমজানেও লকডাউনে থেকে রোজা-নামাজ যথাযথভাবে পালন করেছি। এবারও তাই করছি। আর অভিনয় এবং ব্যবসা-বাণিজ্য হচ্ছে আমার পেশা। পেশাটাও ঠিক রাখতে হবে। কারণ এখানে যুক্ত আছে রিজিক। সব ভেবে-চিন্তে আমার  ধর্ম, ব্যক্তি ও পেশাজীবন-সব কিছুই ভালোভাবে পালনের চেষ্টা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর