মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

আলমগীরের ক্ষোভ

শোবিজ প্রতিবেদক

আলমগীরের ক্ষোভ

চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আলমগীর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকলেও শুরু থেকেই কর্তব্যরত চিকিৎসক বলে আসছেন তিনি ভালো আছেন। যেহেতু করোনার দ্বিতীয় ডোজ টিকাও ইতিমধ্যে তিনি নিয়ে ফেলেছেন, তাই তার কোনো ঝুঁকি বা আশঙ্কা নেই। বলতে গেলে তিনি সুস্থই আছেন। চিকিৎসকের এমন বক্তব্যের পরও রবিবার বিকালে কে বা কারা এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে দেন। আর কিছু নামমাত্র অখ্যাত অনলাইন পোর্টালও বিষয়টি যাচাই-বাছাই না করে দায়িত্বজ্ঞানহীনভাবে এ খবর প্রকাশ করে। এতে এই অভিনেতা, অভিনেতার  পরিবার, দর্শক-ভক্ত শুভাকাক্সক্ষীরা চরম বিব্রতকর অবস্থায় পড়েন। এ বিষয়ে গতকাল চরম ক্ষোভ প্রকাশ করে অভিনেতা আলমগীর বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জীবদ্দশায় আর কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলব না। আমার কোনো সংবাদ পত্রিকায় আর চাই না। তিনি বলেন এক সময় প্রয়াত গোলাম সরোয়ার, পারভেজ, অনুপম হায়াৎ, আহমেদ জামান চৌধুরীসহ অনেক গুণী-জ্ঞানী সাংবাদিকের সঙ্গে আলাপ হতো। কোথায় তারা তো কোনো উদ্ভট মনগড়া সংবাদ পরিবেশন করতেন না। এখন কী হলো? এ প্রসঙ্গে প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ বলেন, এখন সাংবাদিকের নামে কিছু পরগাছা গজিয়ে উঠেছে। যাদের নেতিবাচক কর্মকান্ডের ফলে প্রকৃত সাংবাদিক ও সাংবাদিকতা জগতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণœ হচ্ছে। এদের মূলোৎপাটন করতে হবে। ফেসবুকেও এ ধরনের অপকর্ম চলছে। সরকার ও সচেতন মানুষ মিলে এদের প্রতিহত করতেই হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর