বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

করোনাসচেতনতায় তাহসানের গান

শোবিজ প্রতিবেদক

করোনাসচেতনতায় তাহসানের গান

বাংলাদেশ ও জাপানের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিশ্বব্যাপী চলমান করোনা মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য জাপান দূতাবাস একটি মিউজিক ভিডিও তৈরি করেছে। ‘বন্ধুত্বের পতাকা’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান। তাহসানের নিজের লেখা ও সুরে এ গানটি করোনা মোকাবিলায় জাপানসহ সারা বিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। গানটি প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এবং চলমান কভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই গানটি করেছি। আমি আশা করব এই গানটি দুটি দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্বুদ্ধ করবে।’ উল্লেখ্য, অনেক আগে থেকেই জাপানের সঙ্গে তাহসানের নিবিড় সম্পর্ক। জাপান-বাংলাদেশের পণ্য ‘ইউনিকলো’র শুভেচ্ছাদূত হয়েছিলেন তিনি। কাজের অংশ হিসেবে একাধিকবার জাপানে গেছেনও এই তারকা।

সর্বশেষ খবর