সোমবার, ১০ মে, ২০২১ ০০:০০ টা

প্রণোদনা চাই : উজ্জ্বল

শোবিজ প্রতিবেদক

প্রণোদনা চাই : উজ্জ্বল

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল উদ্বেগ জানিয়ে বলেছেন, লকডাউনে এবার সরকার সিনেমা হল বন্ধ রাখতে না বললেও নির্মাতারা ছবি দিচ্ছেন না বলে ঈদে সিনেমা হল খোলা যাচ্ছে না। এতে ব্যবসার এই প্রধান মৌসুমে সিনেমা হল কর্মকর্তা-কর্মচারী এবং ভাড়া নিয়ে সিনেমা হল চালান তাঁরা। অর্থের অভাবে পরিবার নিয়ে চরম মানবেতর জীবনের কবলে পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। পরিবার নিয়ে ঈদের দিনেও তাঁদের উপোস থাকতে হবে। তাই সরকারের কাছে বিনীত আবেদন তাঁদের বাঁচাতে প্রণোদনা দেওয়া হোক। তাছাড়া সিনেমা হল উন্নয়নের জন্য সরকার যে ১ হাজার কোটি টাকার ঋণ বরাদ্দ করেছে তা ঈদের পরই দিয়ে দেওয়া হোক। এই অর্থ পেলে সিনেমা হল আধুনিকায়ন করে  গড়ে তোলা যাবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর