মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ০০:০০ টা

নিশো-মেহজাবিনের ‘নামকরণ’

শোবিজ প্রতিবেদক

নিশো-মেহজাবিনের ‘নামকরণ’

পাঁচ বছর পর জেল থেকে বের হয় জাহিদ। বের হয়েই তার ভালোবাসার মানুষ অর্শাকে খুঁজতে থাকে। সেই পুরনো চায়ের দোকান, পার্কের বেঞ্চ এমনকি তার বাসা। কোথাও নেই অর্শা। স্মৃতিগুলোকে হাতড়ে বেড়ায় জাহিদ। ৫ বছর আগে সে পাঠাও চালাত এই শহরে। এমনিভাবে এক দিন দেখা হয়েছিল অর্শার সঙ্গে। জাহিদ তার বাইকে প্রতিদিন অর্শাকে অফিসে দিয়ে আসত এবং বাসার সামনে নামিয়ে দিয়ে যেত। এভাবেই চলতে চলতে কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্বের একটা সম্পর্ক তৈরি হয়। প্রেম হবে হবে ভাব আবার ঠিক প্রেমও না। তারা একে অপরকে ভালোবাসে কি না তাও বুঝতে পারে না। একটা দূরত্ব বজায় রেখে তাদের মিষ্টি সম্পর্ক এগোতে থাকে। ঠিক তখনই একটা দুর্ঘটনা। এমনই এক গল্পে নির্মিত ঈদের বিশেষ নাটক ‘নামকরণ’। স্বরূপচন্দ্র দের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। অভিনয়ে আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। আজ রাত ১০টায় এটি আরটিভিতে প্রচার হবে।

সর্বশেষ খবর