শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

মুভি থিয়েটারে ‘বিশ্বসুন্দরী’

শোবিজ প্রতিবেদক

গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পাওয়া আলোচিত ও জনপ্রিয় চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ এখনো দেশের ২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। ঠিক এ সময়ে প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড থেকে জানানো হয়েছে, এবার ডিজিটাল দুনিয়ায়ও ২১ মে থেকে অবমুক্ত হয়েছে পরীমণি-সিয়াম জুটির প্রথম ছবি। দেশের বাইরের দর্শক তো বটেই, পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনার আশঙ্কায় যারা প্রেক্ষাগৃহে সিনেমা দেখার ঝুঁকি নেননি তাদের কথা চিন্তা করে আজ অনলাইন মুভি থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ‘বিশ্বসুন্দরী’। খুব সহজ উপায়ে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নেওয়া যাবে চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র। এর জন্য কোনো অ্যাপস-এ সাবস্ক্রাইব করার প্রয়োজন হবে না। অনলাইনে টিকিট আবেদন করা যাবে। টিকিটের মূল্য ২০০ টাকা।

সর্বশেষ খবর