মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা

নজরুল জন্মজয়ন্তীতে দিব্য-লাবণ্যর ‘মেঘবালিকা’

শোবিজ প্রতিবেদক

নজরুল জন্মজয়ন্তীতে দিব্য-লাবণ্যর ‘মেঘবালিকা’

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে ‘মেঘবালিকা’। নাটকটিতে জাতীয় কবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহনাজ খুশি-বৃন্দাবনপুত্র দিব্য জ্যোতি। তাঁর বিপরীতে নার্গিস চরিত্রে রয়েছেন লাবণ্য। কাজী নজরুল ইসলাম ও নার্গিসের প্রেম কাহিনি নিয়ে নাটকটি  তৈরি। জাতীয় কবির আত্মজীবনী থেকে তৈরি নাটকটির নাট্যরূপ ও সংলাপ লিখেছেন নজরুল ইসলাম। নাটকটি পরিচালনা, চিত্রনাট্য ও সংগীত ভাবনায় রয়েছেন জুয়েল মাহমুদ। প্রযোজনা অধিকর্তা মাহফুজা আক্তার। অভিনয় ও নাটকটি প্রসঙ্গে দিব্য বলেন, ‘পুস্তক প্রকাশক আলী আকবর খানের সঙ্গে পরিচয় ও সখ্যতার বদৌলতে ১৯২১ সালের মার্চে তাঁর কুমিল্লার বাসায় দুই মাস থাকাকালীন নার্গিসের সঙ্গে সম্পর্ক হয় নজরুলের। আলী আকবর খানের বিধবা বোনের মেয়ে ছিলেন সৈয়দা খানম, যাকে নজরুল ভালোবেসে ডাকতেন নার্গিস। তাঁর সঙ্গে সেই সময়ের নজরুলের প্রেম ও বিভিন্ন বিষয় নিয়ে তৈরি হয়েছে নাটকটি।’ আজ বিটিভিতে নাটকটি রাত ৯টায় প্রচার হবে।

সর্বশেষ খবর