বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

আজ ‘জমিদার বাড়ী’

শোবিজ প্রতিবেদক

আজ ‘জমিদার বাড়ী’

তারকাবহুল ধারাবাহিক ‘জমিদার বাড়ী’। অভিনয় করেছেন মনোজ সেনগুপ্ত, শম্পা রেজা, আ খ ম হাসান, নাদিয়া মীম, শাহনূর, সঞ্চিতা দত্ত, শল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমত রাতিশু, রাশেদ মামুন অপুসহ অনেক দর্শকপ্রিয় মুখ। গল্প ভাবনায় টিপু আলম মিলন এবং সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় সাজ্জাদ হোসেন দোদুল। নাটকের গল্পে দেখা যায়, জমিদারি প্রথা শেষ হলেও বংশ পরম্পরায় ঠাট-বাঁট, আচার-আচরণ, চলন-বলন এখনো রয়ে গেছে। জমিদারি শেষ হলেও তাদের শরীরে রয়ে গেছে জমিদারি রক্ত। জমিদারি রক্তের কারণেই অহংকারে মাটিতে পা পড়ে না, আশপাশের মানুষকে তাচ্ছিল্য করে, ঘৃণার চোখে দেখে। তাদের চলন-বলনে মনে হয় এখনো তাদের জমিদারি বহাল আছে। তাদের জমিদারি আজ আর নেই। কিন্তু তা না থাকলে কী হবে,  নব্য সমাজ প্রতিভূ জমিদারদের দাপটে সুন্দর সমাজ আজ ক্ষতবিক্ষত। সমাজের নানা অসঙ্গতিগুলোই উঠে এসেছে নাটকের গল্পে। সপ্তাহে তিন দিন প্রতি মঙ্গল, বুধ ও বৃহষ্পতিবার রাত ৯টা ২০ ও ১১টা ৩০ মিনিটে  বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর