শিরোনাম
বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

ঘূর্ণিঝড়-পরবর্তী সহায়তা দেবেন দেব

শোবিজ ডেস্ক

ঘূর্ণিঝড়-পরবর্তী সহায়তা দেবেন দেব

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ইতিমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নেওয়া হয়েছে ব্যাপক সতর্কতা। খালি করা হয়েছে উপকূলীয় অঞ্চল। এমন দুর্যোগে যাদের বাড়িঘর মজবুত নয় তাদের চিন্তা থেকেই যায়। এমনই একজন হলেন রাজ্যটির পশ্চিম মেদিনীপুরের সোনামুই গ্রামের বাসিন্দা শিখা চক্রবর্তী। বাঁশের কঞ্চি, বেড়া ও মাটিলেপা ছোট্ট একটি বাড়িতে বসবাস তার। এর আগে ‘আম্ফান’ এবং ‘বুলবুল’ শিখার মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যাপক ক্ষতি করেছে। তাই ধাবমান ‘ইয়াস’ নিয়ে চিন্তায় তার রাতের ঘুম উধাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাহায্যের আশ্বাস দিয়েছেন সাংসদ-অভিনেতা দেব। জানা গেছে,  একাধিকবার সরকারি সাহায্য চেয়েও পাননি শিখা।

সর্বশেষ খবর