শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

রিয়াজের উদ্বেগ...

শোবিজ প্রতিবেদক

রিয়াজের উদ্বেগ...

সিনেমা হলে দর্শক খরা ও পর্যাপ্ত মানসম্মত ছবি না থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রিয়াজ। তিনি বলেন, বর্তমান সময়ের পথে হেঁটে দেশে  সিনেমা দেখার আধুনিক ব্যবস্থার প্রবর্তন করতে হবে। সিনেমা দেখার আধুনিক ব্যবস্থা হলো অনলাইন প্ল্যাটফরম মানে ওটিটি। প্রযুক্তির উন্নয়নের কারণে বিশ্বজুড়ে সিনেমাসহ সবকিছুই দেখার মাধ্যম এখন হাতের মুঠোয়। মানুষ মোবাইলে এবং ঘরে বসে সিনেমা দেখতে পারছে। বিশেষ করে সিনেমা দেখা যখন ওটিটির মাধ্যমে এত সহজ হয়ে গেছে তখন এই সময়ে কষ্ট করে যানজট ঠেলে দর্শক কেন সিনেমা হলে যেতে চাইবে। বেশির ভাগ সিনেমা হলের পরিবেশ খুব একটা দর্শকগ্রহণযোগ্য নয়। এ অবস্থায় সিনেমা নির্মাণ ও সিনেমা হলে প্রদর্শন দর্শকের অভাবে বলতে গেলে আর্থিক ঝুঁকির মধ্যেই পড়েছে। তাই ছবি যদি অনলাইন প্ল্যাটফরমে প্রদর্শন করা হয়, তাহলে নির্মাতা অন্তত আর্থিক ক্ষতির কবল থেকে বেঁচে যাবে। এর জন্য অবশ্যই মানসম্মত ও পর্যাপ্ত ছবি দরকার। দেশের সিনেমা শিল্পকে বাঁচাতে হলে সিনেমা হলের আধুনিকায়ন, সিনেপ্লেক্স এবং ওটিটি বৃদ্ধির বিষয়টি নিয়ে ভাবতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর