শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

অনলাইন ফেস্টিভ্যালে মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’

শোবিজ প্রতিবেদক

অনলাইন ফেস্টিভ্যালে মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’

ভারতের স্বনামখ্যাত নাট্য সংগঠন ‘নৈহাটি রঙ্গসেনা’ আয়োজিত ‘দ্বিতীয় ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল’ (অনলাইন)-এ প্রদর্শনের জন্য বাংলাদেশের প্রযোজনা হিসেবে আমন্ত্রিত হয়েছে স্বপ্নদলের নাটক ‘জাদুর প্রদীপ’। আয়োজক দলটির ‘পঞ্চম রঙ্গোৎসব ২১-২২’-এর প্রথম পর্যায় সপ্তাহব্যাপী অনলাইন পর্বের উদ্বোধনী দিন ৩০ মে রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় (ভারতের সময় রাত ৮:৩০ মি.) ‘নৈহাটি রঙ্গসেনা’-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সরাসরি প্রদর্শিত হবে এই প্রযোজনাটি। আরব্য রজনীর অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনি-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

সর্বশেষ খবর