বুধবার, ২ জুন, ২০২১ ০০:০০ টা

দর্শকের প্রশংসায় লাবণী

শোবিজ প্রতিবেদক

দর্শকের প্রশংসায় লাবণী

মারুফ রেহমানের উপন্যাস লাবণী থেকে গত ঈদে স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গর ‘বেজড অন বুক প্রজেক্টে’ নির্মিত হয়েছে ওয়েব কনটেন্ট, লাবণী। প্রচারের পর থেকেই দর্শকের ভূয়সী প্রশংসায় ভাসছে লাবণী। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকরা তাঁদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপের দর্শক জরিপে এবং ইউটিউবের রিভিউতে লাবণীকে সবাই প্রথম সারিতেই রাখছেন। মারুফ রেহমানের লেখা ‘লাবণী’ উপন্যাসটি প্রকাশ হয়েছিল কয়েক বছর আগে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গল্পটা একটু আলাদাই বলা চলে। বেশির ভাগ পাঠকের কাছে আধোভৌতিক কিংবা রহস্য উপন্যাস মনে হলেও আদতে বইটিকে এই জনরায়ে সীমাবদ্ধ করাটা সমীচীন হবে বলে মনে হয় না। বই থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম বঙ্গ সেটিকে ভিজুয়াল ফিকশনে রূপ দেওয়ায় গল্পটি ভিন্ন মাত্রা পেয়েছে। লাবণী উপন্যাসটিকে পর্দায় তুলে এনেছেন পরিচালক গোলাম হায়দার কিসলু। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও মুমতাহিনা টয়া। নিজের কাজ সম্পর্কে মারুফ রেহমান বলেন, ‘ভালো গল্প যদি ভালোভাবে নির্মাণ করা যায়, দর্শক অবশ্যই আমাদের কাজ দেখবে। তা টিভিতে হোক বা কোনো অনলাইন প্ল্যাটফরম।  দর্শক চায় বিনোদন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর