মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা
৭৪তম কান চলচ্চিত্র উৎসব

বাংলাদেশসহ বিশ্বের যত সিনেমা

বাংলাদেশসহ বিশ্বের যত সিনেমা

যাঁর হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে প্রথমবারের মতো বাংলাদেশের নাম উঠল সেই তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা সাদের দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবটি চলবে ৬ থেকে ১৭ জুলাই পর্যন্ত। লিখেছেন-  আলী আফতাব

 

কমপিটিশন বিভাগে মনোনীত ছবিগুলো

কানের রাত শুরু হবে ফরাসি পরিচালক লিও কারাক্সের ছবি ‘আনেত্তে’ দিয়ে। এরপর একে একে থাকছে-

> দ্য স্টোরি অব মাই ওয়াইফ (হাঙ্গেরি), পরিচালক- ইলদিকো এনইয়েদি।

> বেনেদেত্তা (নেদারল্যান্ডস), পরিচালক- পল ভেরহোয়েভেন।

> বার্গম্যান আইল্যান্ড (ফ্রান্স), পরিচালক- মিয়া হানসেন লাভ।

> ড্রাইভ মাই কার (জাপান), পরিচালক- রিউসুকে হামাগুচি।

> ফ্ল্যাগ ডে (যুক্তরাষ্ট্র), পরিচালক- শন পেন।

> আহেডস নি (ইসরায়েল), পরিচালক- নাদাভ লাপিদ।

> ক্যাসাব্লাঙ্কা বিটস (মরক্কো), পরিচালক- নাবিল আইউচ।

> কমপার্টমেন্ট নং-৬ (ফিনল্যান্ড), পরিচালক- জুহো কুসোমানেন।

> দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে), পরিচালক- জোয়াকিম ত্রিয়ের।

> লা ফ্রাকচার (ফ্রান্স), পরিচালক- ক্যাথরিন কোরসিনি।

> দ্য রেস্টলেস (বেলজিয়াম), পরিচালক- জোয়াকিম লাফোসসে।

> প্যারিস থার্টিনথ ডিসট্রিক্ট (ফ্রান্স), পরিচালক- জ্যাক অদিয়ার্দ।

 

দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ

> নাইট্রাম (অস্ট্রেলিয়া), পরিচালক- জাস্টিন কুরজেল।

> ফ্রান্স (ফ্রান্স), পরিচালক- ব্রুনো ডুমোন্ট।

> পেত্রোভস ফ্লু (রাশিয়া), পরিচালক- কিরিল সেরেব্রেনিকোভ।

> রেড রকেট (যুক্তরাষ্ট্র), পরিচালক- শন বেকার।

> দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ (যুক্তরাষ্ট্র), পরিচালক- ওয়েস অ্যান্ডারসন।

> টাইটেইন (ফ্রান্স), পরিচালক- জুলিয়া ডুকোরুঁ।

> ত্রে পিয়ানি (ইতালি), পরিচালক- ন্যানি মরেত্তি।

> টুট সেস্ত বিয়েন পাসসে (ফ্রান্স), পরিচালক- ফ্রাঁসোয়া ওজোঁ।

> আ হিরো (ইরান), পরিচালক- আসগর ফরহাদি।

 

উন সারটেইন রিগার্ড

> রেহানা মরিয়ম নূর (বাংলাদেশ), পরিচালক- আবদুল্লাহ মোহাম্মদ সাদ।

> মানিবয়েস (অস্ট্রিয়া), পরিচালক- সি. বি. ই।

> ব্লু বেউ (যুক্তরাষ্ট্র), পরিচালক- জাস্টিন চন।

> ফ্রেদা (হাইতি), পরিচালক- জেসসিয়া জেনেউস।

> হাউস অ্যারেস্ট (রাশিয়া), পরিচালক- আলেক্সি জারমান জুনিয়র।

> বোননে মেরে (ফ্রান্স), পরিচালক- হাফসিয়া হারজি।

> নচে ডি ফুয়েগো (মেক্সিকো), পরিচালক- তাতিয়ানা হুয়েজো।

> ল্যাম্ব (আইসল্যান্ড), পরিচালক- ভালদিমার জোহানসন।

> কমিটমেন্ট হাসান (তুরস্ক), পরিচালক- হাসান কাপলানোগলু।

> আফটার ইয়াং (যুক্তরাষ্ট্র), পরিচালক- কোগোনাদা।

> লেট দেয়ার বি মর্নিং (ইসরায়েল), পরিচালক- ইরান কোলিরিন।

> আনক্লিংচিং দ্য ফিস্ট (রাশিয়া), পরিচালক- কিরা কোভালেংকো।

> উইম্যান ডু ক্রাই (বুলগেরিয়া), পরিচালক- মিনা মিলেভা ও ভেসেলা কাজাকোভা।

> গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া), পরিচালক- সেবাস্তিয়ান মেইজ।

> লা সিভিল (বেলজিয়াম), পরিচালক- তিয়োদোরা আনা মিহাই।

> গেইই ওয়ার (চীন), পরিচালক- না জিয়াজু।

> দ্য ইনোসেন্টস (নরওয়ে), পরিচালক- এসকিল ভোগট।

> উন মনদে (বেলজিয়াম), পরিচালক- লরা ওয়ানদেল।

 

কান প্রিমিয়ার

> হোল্ড মি টাইট (ফ্রান্স), পরিচালক- ম্যাথু আমালরিক।

> কাউ (যুক্তরাজ্য), পরিচালক- আন্দ্রিয়া আরনল্ড।

> লাভ সংস ফর টাফ গাইজ (ফ্রান্স), পরিচালক- স্যামুয়েল বেনচেটট্রিট।

> ডিসিপশন (ফ্রান্স), পরিচালক- আরনদ ডেসপ্লেনচিন।

> জেইন পার শারলোট (ফ্রান্স), পরিচালক- শারলট গেইনসবার্গ।

> ইন ফ্রন্ট অব ইউর ফেইস (কোরিয়া), পরিচালক- হং সাং সু।


এটা আমাদের সবার অর্জন

আবদুল্লাহ মোহাম্মদ সাদ

আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ২০১৬ সালে নির্মাণ করেছেন ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ যা মুক্তি পায় ২০১৯ সালে। চট্টগ্রামে জন্ম নেওয়া সাদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। ছাত্রাবস্থায় শূন্য দশকের শেষভাগে টিভি নাটকের চিত্রনাট্য লেখা শুরু করেন। পাশাপাশি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। এ প্রসঙ্গে সাদ বলেন, ‘এটা বাংলাদেশের একটি অর্জন। এটা আমাদের সবার অর্জন।’ ছবিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ অনেকে।

 

এটা আমাদের বড় প্রাপ্তি

 বাঁধন

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের কোনো সিনেমা ‘কান চলচ্চিত্র উৎসব’-এর জন্য অফিশিয়ালি সিলেক্টেড হয়েছে। আসন্ন ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে আঁ সার্তেইন রিগার্দ বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের এ ছবি। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি যতটা আনন্দিত অনুভব করছি তার একভাগও বোধহয় আমি প্রকাশ করতে পারছি না! ইতিহাসের অংশ হওয়ার সৌভাগ্য হয়তো সবার হয় না, আমি তার অংশ হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা সিলেকশন হয়েছে, আমাদের দেশের নাম উঠেছে; এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! এটা আমাদের চলচ্চিত্রের জন্য একটি বড় প্রাপ্তি।


কানে নারী নির্মাতাদের জয়জয়কার

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে বলা যায় রেকর্ড গড়তে যাচ্ছেন নারী নির্মাতারা। উৎসবে প্রথমবারের মতো ২০ জন নারী নির্মাতার ছবি প্রতিযোগিতাসহ তিনটি বিভাগে অংশ নিচ্ছে। বলা যায়, এ বছর সেখানে নারী নির্মাতাদের যেন জয়জয়কার।

এ বছর উৎসবে জমা পড়েছিল ২ হাজার ৩০০ সিনেমা। ঘোষণা করা হয় উৎসবে অংশ নেওয়া ৬৩টি চলচ্চিত্রের নাম। এ সিনেমাগুলো চারটি বিভাগে প্রদর্শিত হবে। এ তালিকায় স্থান করে নিয়েছেন ২০ নারী নির্মাতা, ২০১৯ সালেও ছিলেন ১৪ জন।

এ বছর মূল প্রতিযোগিতায় চার নারী নির্মাতার ছবি স্বর্ণপামের জন্য লড়াই করবে। এই নির্মাতাদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির নির্মাতা ইডিকো অ্যানিয়াদির সিনেমা ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’। এর আগে মাই টোয়েন্টিথ সেঞ্চুরি সিনেমা দিয়ে এ উৎসবের আঁ সার্তে রিগা বিভাগ থেকে গোল্ডেন ক্যামেরা জয় করেন এই নির্মাতা। ২০১৭ সালে বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয় করেন। ফ্রান্সের নারী নির্মাতা মিয়া হ্যান্সেন-লাভ। বানিয়েছেন আটটি সিনেমা, যার মধ্যে দুটি সিনেমা এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পায়। এর একটি আঁ সার্তে রিগাতে পায় পুরস্কার। এবার তাঁর বার্গম্যান আইল্যান্ড স্বর্ণপামের জন্য লড়বে। তাঁর ঝুলিতে আছে বার্লিন উৎসবের সিলভার লায়ন পুরস্কার। ফ্রান্সের আরেক নারী নির্মাতা ক্যাথরিন কর্সিনি। এলএ ফ্র্যাকচার সিনেমার জন্য প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ২০ বছর আগেও তিনি এ পুরস্কারের জন্য লড়েছিলেন। ফ্রান্সের আরেক নির্মাতা জুলিয়া ডুকুরনো। তিনি মনোনয়ন পেয়েছেন টিটান সিনেমা দিয়ে। ২০১১ সালে তিনি জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা গ্রেভ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন। বাকি ১৬ নির্মাতা অন্য বিভাগে মনোনয়ন পেয়েছেন।

৬ জুলাই শুরু হচ্ছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ উৎসব থেকে এখন পর্যন্ত ২৭২ জন চলচ্চিত্রকার স্বর্ণপাম, গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জয় করেছেন; যার মধ্যে ১২ জন নারী। সমতা নিশ্চিত করতে উৎসবের ৭৩তম আসর থেকে প্রতিযোগিতা বিভাগে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর