বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

চলচ্চিত্রে আবারও মেঘলা মুক্তা

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্রে আবারও মেঘলা মুক্তা

মডেল-চিত্রনায়িকা মেঘলা মুক্তা সবাইকে চমকে দেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রধান নায়িকার চরিত্রে কাজ করে। ছবিটির নাম ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’। দেশের কোনো শিল্পীর ক্ষেত্রে এটাই তেলেগু ইন্ডাস্ট্রিতে প্রথম পা। তবে মুক্তার ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার অনেক আগেই। এরপর শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ‘নবাব’-এ পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এবার তিনি নতুন চলচ্চিত্র ‘পায়ের ছাপ’-এ প্রধান চরিত্রে অভিনয় করছেন। এটি নারীকেন্দ্রিক একটি গল্প। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখানো হয়েছে এতে। আর এই নারীর চরিত্রে অভিনয় করেছেন মুক্তা। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মাননু। চিত্রগ্রহণে সাহিল রনি, পোশাক ও সেট ডিজাইনে সাদিয়া শবনম শান্ত। মেঘলা মুক্তা ছাড়াও আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়চৌধুরী, রাজীব সালেহীন, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, নরেশ ভূঁইয়া, আজহারুল হক আদিল, তুষার খান, খলিলুর রহমান কাদরী, রীপা রঞ্জনা প্রমুখ। চলচ্চিত্রের গানের সুর ও সংগীত করেছেন ফুয়াদ নাসের বাবু এবং শওকত আলী ইমন। গানে কণ্ঠ দিয়েছেন সোমলতা। মেঘলা মুক্তার ভাষায়, ‘আমার অভিনয় জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে এই সিনেমা। কারণ, এই প্রথমবার একেবারে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছি।’ এদিকে মুক্তা অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন  কৌশিক শংকর দাশের ‘পাঞ্চ’ চলচ্চিত্রে।

সর্বশেষ খবর