শুক্রবার, ১৮ জুন, ২০২১ ০০:০০ টা

হায়দার হোসেনের নতুন গান

শোবিজ প্রতিবেদক

হায়দার হোসেনের নতুন গান

তিন দশকেরও বেশি সময় ধরে ব্যতিক্রমধর্মী গান করার কারণেই শিল্পী হায়দার হোসেন শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়। তিনি একাধারে কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক। গানে গানে তিনি তুলে ধরেন আমাদের জীবনের নিত্যনৈমিত্তিক ঘটনা। তিনি মূলত সমাজ, মানবতা ও দেশের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গান করে থাকেন। তারই ধারাবাহিকতায় নতুন আরও একটি গান নিয়ে হাজির হচ্ছেন গুণী এই সংগীতশিল্পী। গানটির শিরোনাম ‘ভাবতে কি লাগে ভালো’। সব সময়ের মতো গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন হায়দার হোসেন। গানটির সুর ও সংগীত করেছেন অনিক ফয়সাল। আর গানটিতে লিড গিটার বাজিয়েছেন ওয়ারফেজের কমল। গানটি গতকাল হায়দার হোসেনের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানটি প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আমার গানের প্রথম দুটি লাইন শুনলেই বুঝতে পারবেন, আমি কাদের নিয়ে গানটি লিখেছি। এ সময় নিম্নমধ্যবিত্ত মেয়েরা যেসব ভুল করছে, তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গানের মধ্য দিয়ে। আমি ধন্যবাদ জানাই কমলকে। তাঁর কারণে এমন একটি গান করতে আমি সাহস করেছি। একটা গানের যে গল্প আছে তা কমল তাঁর গিটারের সুরে ফুটিয়ে তুলেছে।’ এ প্রসঙ্গে ওয়ারফেজের গিটারিস্ট কমল বলেন, ‘এমন একজন গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। হায়দার ভাইকে চিনি অনেক আগে থেকে। এই প্রথম তাঁর কোনো গানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’ হায়দার হোসেনের প্রায় সব গানের সুর ও সংগীত করেন অনিক ফয়সাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হায়দার ভাই সব সময় গান করেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি।  আমরা একটি মিউজিক ভিডিওয়ার পরিকল্পনা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর