বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

মিলির ‘ভালো না লাগার শেষ’

শোবিজ প্রতিবেদক

মিলির ‘ভালো না লাগার শেষ’

সোমেন চন্দ, মার্কসবাদী সাহিত্য ও রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া বাংলাসাহিত্যে প্রথম গণসাহিত্যে কাজ করা লেখক। তার গল্প ‘ভালো না লাগার শেষ’-এর নাট্যরূপ করেছেন আবুল হায়াত। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নাটকটি নির্মাণ করেছেন মাসুদ চৌধুরী। জানা যায়, শিগগিরই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। নাটকের গল্পে রাত্রী চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। আবও অভিনয় করেছেন আবুল হায়াত, সাহাদাৎ হোসেনসহ আরও অনেকে। নাটকে ফারহানা মিলির অভিনয় প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মিলি আমাদের দর্শকনন্দিত সিনেমা মনপুরা’র নায়িকা। মিলি খুব ভালো অভিনয় করে। একটি মিষ্টি প্রেমের গল্পের নাটক এটি। নাটকটির নাট্যরূপ আমিই করেছি। আশা করছি, ভালোলাগবে দর্শকদের।’ ফারহানা মিলি বলেন, ‘এর আগে বাংলার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ শ্রদ্ধেয় সোমেন চন্দ’র গল্পে আমার অভিনয় করা হয়ে ওঠেনি। গল্পের নাট্যরূপ দিয়েছেন আমাদের কিংবদন্তি অভিনেতা হায়াত আঙ্কেল। কাজটি সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আশা করছি, ভালো লাগবে দর্শকের।’ এদিকে কিছুদিন আগে ফারহানা মিলি ও শাহেদ শরীফ খান সোহাগের পরিচালনায় একটি অনলাইন মার্কেট প্লেসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। ফারহানা মিলি অভিনীত একমাত্র সিনেমা ‘মনপুরা’। যে সিনেমায় অভিনয় করেই তিনি দর্শকের মন জয় করে নিয়েছেন। এতে তার বিপরীতে ছিলেন চঞ্চল চৌধুরী। এদিকে দীর্ঘদিন পর উপস্থাপনায় নাম লিখিয়েছেন মিলি। ‘দীপ্ত’ টিভিতে গেল রমজান মাসে তারই উপস্থাপনায় প্রচার হয় এবং দর্শকপ্রিয়তা পায় ‘স্বাদের রান্না’ অনুষ্ঠানটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর