বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

শিমুলের পাঠশালার এক বছর!

শোবিজ প্রতিবেদক

শিমুলের পাঠশালার এক বছর!

জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। আবৃত্তি যে এতটা শক্তিশালী ও জনপ্রিয় একটি শিল্পমাধ্যম সেটি প্রতিষ্ঠার ক্ষেত্রে রয়েছে তার অনন্য অবদান। গত বছরের আজকের দিনে অর্থাৎ ২৩ জুন তিনি শুরু করেছিলেন তার অনলাইন আবৃত্তি ও প্রমিত উচ্চারণ প্রশিক্ষণ ‘শিমুলের পাঠশালা’। এটি আজ এক বছরে পদার্পণ করল। শিমুল মুস্তাফা বলেন, মোট আটটি ক্লাস নিয়ে শুরু হয় ব্যাচ। ইতিমধ্যে প্রথম স্তরের এগারোটি আবর্তন, দ্বিতীয় স্তরের নয়টি আবর্তন এবং তৃতীয় স্তরের একটি আবর্তন সম্পন্ন হয়েছে যেখানে প্রায় পাঁচশজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিশুদের পাঁচটি আবর্তন সম্পন্ন হয়েছে।’ সহযোগিতায় বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। কর্মশালাটি আবৃত্তিশিল্পী, গায়ক, খবর পাঠক-উপস্থাপক, শিক্ষকদের জন্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর