মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

নাটকে রূপান্তরকামী হোচিমিন

শোবিজ প্রতিবেদক

নাটকে রূপান্তরকামী হোচিমিন

রূপান্তরকামী হোচিমিন ইসলাম। ট্রান্সজেন্ডার নারী হিসেবে তাসনুভা আনান শিশিরের পর এবার শোবিজে নাম লেখালেন হোচিমিন। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক মাস্টার্স প্রোগ্রাম জেমস পি. গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের শিক্ষার্থী। হোচিমিন অভিনয় করেছেন সাংবাদিক ও লেখক লিমন আহমেদের লেখা ও অভিনেতা নিকুল কুমার মন্ডলের নির্মাণে ‘নুরুলের শেষের কবিতা’ নাটকে। এটিতে নুরুল চরিত্রে ইমতিয়াজ বর্ষণ ও কবিতা চরিত্রে নাজিয়া হক অর্ষা অভিনয় করেছেন। অন্যদিকে হোচিমিন অভিনয় করেছেন কবিতার (অর্ষা) বোন রানু চরিত্রে। আরও রয়েছেন শহীদুল্লাহ সবুজ, মিলি বাশার, মাসুম বাশার, আনন্দ খালেদ, যুবায়ের হিল্লোল, জাহিদ হিমেল, জুয়েল মিয়া প্রমুখ। নাটকে অভিনয় প্রসঙ্গে হোচোমিন বলেন, ‘সুন্দর গল্প তাই করতে রাজি হয়েছি। কয়েকটি ফিল্ম করব করব বলে আর করা হয়ে উঠেনি। আমার মনে হয়, মিডিয়ায় আরও বেশি ট্রান্সজেন্ডারদের সুযোগ সৃষ্টি করা উচিত, যদি যোগ্যতা ও দক্ষতা থাকে।’ হোচিমিন ‘নো পাসপোর্ট ভয়েস’-এর গুডউইল অ্যাম্বাসেডর ফর ট্রান্সজেন্ডার রাইটস। আর ‘সায়ান’র বাংলাদেশ লিড এবং ‘কৃষ্ণচূড়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা। 

 

সর্বশেষ খবর