শিরোনাম
বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

‘অন্তর্জাল’ সিনেমায় রোবট

শোবিজ প্রতিবেদক

‘অন্তর্জাল’ সিনেমায় রোবট

নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা দীপংকর দীপন। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য তাঁর পরিচালনায় ‘অন্তর্জাল’ সিনেমায় এবার যুক্ত হচ্ছে মানবসদৃশ ক্যালকুলেশন এক্সপার্ট ব্যবহারিক রোবট FARBOT-3 (ফারবোট-থ্রি)। যেটির উদ্ভাবক রাজবাড়ী জেলার কৃতী মুখ, তরুণ রোবট গবেষক এ এস ফারদ্বীন আহমেদ। তিনি ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক-পরবর্তী রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন। ফারদ্বীনের তৈরি এই সামাজিক রোবট ‘ফারবোট-থ্রি’ দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’র একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এ প্রসঙ্গে ফারদ্বীন বলেন, ‘যেদিন শুটিং শুরু হবে তার আগের দিন দীপনদা আমাকে ফোন দেন আমার ‘ফারবোট-থ্রি’র জন্য। আইসিটি থেকেও ফোন করেছিল। তাড়াহুড়ো করে দীপনদাকে রোবটটি দিয়েছি। বলেছিলাম, যেভাবে চাইবেন সেভাবেই করে দেওয়া যাবে। তা আর হয়নি। ২০১৭ সালের ডিসেম্বরের ৭ তারিখে ‘ফারবোট-থ্রি’ প্রথম সবার সামনে আনি। ছবিতে ‘ফারবোট-থ্রি’ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র আরও ৩-৪টি রোবট ব্যবহৃত হবে বলে জেনেছি। আমি চাই, অন্য দেশের মতো এদেশেও রোবটকেন্দ্রিক আরও চলচ্চিত্র তৈরি হোক।’ দীপংকর দীপন বলেন, ‘এই রোবটটি বিক্রির জন্য নয়। এই চমৎকার যন্ত্রটি শুধু প্রদর্শনের জন্য। এটি আইসিটি ডিভিশনের রোবট প্রমোশনের একটি অংশ।’  ‘অন্তর্জাল’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর